কুমিল্লার তিতাস উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার
(২০ নভেম্বর) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদ
হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের
(বিসিএসআইআর) বাস্তবায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী
কর্মকর্তা সুমাইয়া মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য প্রবন্ধ উপস্থাপক
হিসেবে ছিলেন বিসিএসআইআর এর সিনিয়র সাইন্টিফিক অফিসার মো: আজিজুল হক ও
তানভীর আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মিজানুর রহমান ভূঁইয়া, কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন,
প্রাণিসম্পদ কর্মকর্তা শাকিল আহমেদ, জনস্বাস্থ্য কর্মকর্তা জুনায়েদ আহমেদ ও
স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিসিএসআইআর
এর প্রতিনিধিবৃন্ধ প্রজেক্টরের মাধ্যমে পর্দায় তাদের কার্যক্রম ও
প্রযুক্তি বিষয়ক কার্যক্রম উপস্থাপনা করেন। পরে অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার ও
সনদপত্র বিতরণ করেন।