বুধবার ২৯ জানুয়ারি ২০২৫
১৬ মাঘ ১৪৩১
দাউদকান্দিতে নিসচার প্রচেষ্টায় ভেঙে ফেলা ডিভাইডার মেরামত
আলমগীর হোসেন, দাউদকান্দি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১২:৫১ এএম |



দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ  ঢাকা-চট্টগ্রাম চার লেনের মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর অংশে রাতের আধাঁরে ভেঙ্গে ফেলা ডিভাইডার মেরামতে এগিয়ে এসেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখা।
গত মঙ্গলবার সড়কের ব্যস্ততম গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় এমন প্রচেষ্টা চালাতে দেখা গেছে সংগঠনটির সদস্যদের।
জানা যায়, ব্যস্ত এই মহাসড়কের দাউদকান্দি অংশে গত এক বছরে সড়ক দুর্ঘটনায় ঝরে গেছে প্রায় অর্ধশতাধিক প্রাণ। দুর্ঘটনা রোধকল্পে চার লেন সড়কের বেশিরভাগ কাটা ডিভাইডার ঢালাই ব্লক এবং আরসিসি দেয়াল তুলে বন্ধ করে দেয় সড়ক বিভাগ। বন্ধ করার পরও কে বা কারা রাতের অন্ধকারে সড়কের মাঝখানের ডিভাইডার ভেঙ্গে ফেলছে, আবার কোথাও সরিয়ে ফেলেছে অজ্ঞাত একটি চক্র।
ভেঙে ফেলা ও কাটা ডিভাইডার দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজিসহ ছোট যানবাহনসহ পথচারী। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
ঝুঁকিপূর্ণ এমন কাজ নিরসনে নিরাপদ সড়ক চাই সংগঠনটির সদস্যদের চেষ্টায় জনসাধারণের মাঝে স্বস্তি দেখা গেছে।
এমন সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসায় নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ সংগঠনটির সকলকে ধন্যবাদ জানান।
নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, মহাসড়কটির ব্যস্ততম স্থান হলো গৌরীপুর বাসস্ট্যান্ড। ঢাকামুখী সরাসরি লেনে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করাতে ডিভাইডার ভাঙ্গা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে পথচারী ও যাত্রী পারাপারে বড় ধরনের দূর্ঘটনার সম্ভবনা রয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনা রোধে আমরা এই উদ্যোগ নিয়েছি। বাকী ভাঙ্গা অংশ মেরামত করার জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুদকের গণশুনানী আজ
ট্রেন বন্ধের খবর জানতেন না কুমিল্লার অনেক যাত্রী
সমঝোতা হয়নি, কর্মবিরতিতে অনড় রেলকর্মীরা
দেশে ফেরেই গ্রেপ্তার স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম
মেঘনায় থামছেনা অবৈধভাবে বালু উত্তোলন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় একদিনে ৩ মরদেহ উদ্ধার
নতুন চাষ পদ্ধতিতে লাভের সম্ভাবনা দেখছেন মেঘনার চরের কৃষকরা
কুমিল্লায় তথ্য মেলার উদ্ধোধন
হেফাজতে ইসলাম, কুমিল্লা জেলা ও মহানগরের প্রতিনিধি সম্মেলন
লালমাই পাহাড় ধ্বংসের বিষয়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২