মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫
১৫ মাঘ ১৪৩১
শেখ হাসিনার বিরুদ্ধে যুবলীগ কর্মীর মামলা
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১২:৫৭ এএম |


আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন কফিল উদ্দিন নামে এক যুবলীগ কর্মী। তিনি কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
হেলাল আকবর বাবরের সঙ্গে তার ছবিও রয়েছে। যুবলীগসহ আওয়ামী লীগের কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন কফিল। নিজে গত ৪ আগস্ট নগরীর নিউমার্কেট চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন দাবি করে এ মামলা করেন।
পুলিশ বলছেন, কফিল উদ্দিন একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগেও একটি মামলা রয়েছে।
সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে কফিল উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। তিনি নগরের কোতোয়ালি থানার নন্দনকানন এলাকার বাসিন্দা। আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, তিনি গত ৪ আগস্ট নগরের নিউমার্কেট গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন। ওই দিন আসামিদের কয়েকজনের নির্দেশে ও পরিকল্পনায় বাকি আসামিরা গুলি করেন। ককটেল বিস্ফোরণও ঘটান। এতে বাদী হাতে আঘাত পান। ঘটনার পর হাসপাতালে ভর্তি হন।
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, পিবিআই সাবেক প্রধান বনজ কুমার মজুমদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক এমপি মজিবুর রহমান, জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ, সাবেক ঢাকা মহানগর ডিবি প্রধান হারুন অর রশিদ, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, চট্টগ্রাম কোতোয়ালি থানার সাবেক ওসি ওবায়দুল হক, নেজাম উদ্দিন, মোহাম্মদ মহসীন, জাহিদুল কবিরসহ ২৬ পুলিশ কর্মকর্তা, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সাবেক কাউন্সিলর শৈবাল দাশ, ওয়াসিম উদ্দিন ও মোবারক আলীসহ ১৮৭ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় একদিনে ৩ মরদেহ উদ্ধার
নতুন চাষ পদ্ধতিতে লাভের সম্ভাবনা দেখছেন মেঘনার চরের কৃষকরা
চৌদ্দগ্রাম পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী নিহত
লালমাই পাহাড় ধ্বংসের বিষয়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ
কুমিল্লায় তথ্য মেলার উদ্ধোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার ৮ মডেল মসজিদে বিদ্যুত বিল বকেয়া ৪০ লাখ টাকা
অল্পের জন্য রক্ষা পেলেন স্লিপার বাসের সব যাত্রী
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১০
কোনভাবেই থামানো যাচ্ছেনা গোমতীর চরের মাটি লুট
আখাউড়া বিবিরবাজার ও বিলোনিয়ায় যাত্রী কম থাকলেও আমদানি-রপ্তানি স্বাভাবিক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২