বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
৭ অগ্রহায়ণ ১৪৩১
ব্রাহ্মণপাড়ায়
১৬ বছর পর ঢোল বাজিয়ে বুঝিয়ে দেওয়া হলো দখলী জায়গা
ইসমাইল নয়ন।।
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১২:৫৭ এএম |

১৬ বছর পর ঢোল বাজিয়ে বুঝিয়ে দেওয়া হলো দখলী জায়গা



কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আদালতের নির্দেশে প্রায় ৫৩ শতক জায়গা ঢোল-শোহরত বাজিয়ে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছেন ম্যাজিস্ট্রেট। বুধবার (২০ নভেম্বর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, পোমকাড়া বেপারী বাড়িতে দুধমালা গংদের দখলে থাকা ১৭ শতক বাড়ির জায়গা নির্মাণাধীন বসতঘর, গাছপালা ও আসবাবপত্র উচ্ছেদ এবং দখলমুক্ত করা হয়েছে। এছাড়া অন্যদিকে আরও ৩৬ শতক নাল জমি ও কবরস্থান দখলমুক্ত করা হয়। এসময় এসব জায়গায় লাল নিশান বসানো হয়। পরে একজন ঢুলি ঢোল-শোহরত বাজিয়ে লাল নিশানা দেয়া পুরো জায়গা ঘুরে বেড়ান। পরে তিনিই জায়গার দখল বুঝিয়ে দিতে প্রকৃত মালিকদের (ইলিয়াস হোসেন গং) নাম ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, কুমিল্লা জেলা আদালতে বেদখলি জায়গা বুঝে পেতে ইলিয়াস গংরা মামলা করেন। ওই মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বুধবার আদালতের নির্দেশে প্রকৃত মালিকদের কাছে জায়গা বুঝিয়ে দেয়া হয়। আদালতের নির্দেশ থাকায় দখলদারগন বসতঘরসহ অস্থাবর সম্পদগুলো সরিয়ে নিতে বাধ্য হন।
অন্যদিকে ৫৩ শতক এ জায়গা দখল করে রাখা একটি পরিবার দাবি করে, রেকর্ড ও দলিলমূলে তারাও এ জায়গার মালিক।
এদিকে ঢোল-শোহরত বাজিয়ে জায়গা বুঝিয়ে দেয়ার এমন ব্যতিক্রমী ঘটনা দেখতে এলাকার উৎসুক জনতা ভিড় জমান।
এছাড়া আদালত প্রতিনিধি ক্ষমতাপ্রাপ্ত নাজির আতাউল্লাহ, আদালত কমিশনার মো. ইকবাল হোসেন, এডভোকেট শ্রী সীমান্ত বিশ্বাস ও উপপরিদর্শক এসআই শিশির ঘোষের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল এ উচ্ছেদ অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন।















সর্বশেষ সংবাদ
সশস্ত্র বাহিনী দিবস আজ
কুমিল্লা টাউন হলের সকল কমিটি বাতিল
‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-ষষ্ঠ বর্ষ’ কুমিল্লা অঞ্চলের বাছাইপর্ব কাল
আগামী বছরের প্রথমে কুবিতে সমাবর্তন হবে : উপাচার্য
কুমিল্লা মেডিকেল কলেজ ১০ শিক্ষার্থীকে শাস্তি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা টাউন হলের সকল কমিটি বাতিল
বিলাসবহুল গাড়িতে মাদক পাচার আটক, ১
এক ঘন্টা পরে ডিউটিতে এসে দুই ঘন্টা আগে চলে যান চিকিৎসকরা
চান্দিনায় তিন ছাত্রীর টিফিনবক্সে বিষ প্রয়োগ!
২৪ সেনার দেহাবশেষ সরিয়ে নিচ্ছে জাপান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২