শনিবার ২৩ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১
লাজুক স্বভাবের মানুষদের নিয়ে যা বলেছেন প্রিয়নবী সা.
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ১২:৪৬ এএম |


মানুষের স্বভাব বৈচিত্র্য আল্লাহ তায়ালার দান।  নিজ হাতে সৃষ্ট মানুষকে তিনি বিভিন্ন স্বভাব দিয়েছেন। কেউ অনেক বেশি চঞ্চল। কেউ গম্ভীর। কেউ আবার মিশুক প্রকৃতির। কেউ আবার লাজুক। মুখ খুলে কিছু বলতে লজ্জার পান। সব ধরনের মানুষ মিলিয়েই পরিবেশ, সমাজ। 
স্বভাব বৈচিত্র্যের বিষয়টি মানুষকে অন্যের থেকে আলাদা করে। বিশেষ মযার্দামণ্ডিত করে অথবা নিন্দিত করে। সব স্বভাবের মানুষকেই রাসূল সা. মূল্যায়ন করেছেন। লাজুক স্বভাবের মানুষকে তিনি ঈমান রক্ষায় অগ্রাধিকারপ্রাপ্ত গণ্য করেছেন।
এক হাদিসে সালিম ইবনে আবদুল্লাহ্ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) দেখলেন, এক ব্যক্তি তার ভাইকে লাজুক স্বভাবের জন্য তিরস্কার করছে, তিনি তাকে লক্ষ্য করে বললেন,
‘তাকে ছেড়ে দাও। মনে রেখো লজ্জা ঈমানের অংশ। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)
আরেক হাদিসে হজরত ইমরান ইবনে হুসাইন রা. থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল (সা.) বলেছেন,‘লজ্জাশীলতা (শুধু) কল্যাণ ছাড়া আর কিছুই নিয়ে আসে না।’ (বাইহাকী)।
আবু সাঈদ খুদরী (রাঃ) বলেছেন,  রাসূলুল্লাহ্ (সা.) কুমারী মেয়ের চেয়েও লাজুক ছিলেন। যখন তিনি কোনো কিছু অপছন্দ করতেন তখন আমরা তাঁর চেহারা দেখেই বুঝতে পারতাম। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)
সহিহ আল বুখারীতে ইবনু মাসউদ (রাঃ) বর্ণিত হাদিসে বলা হয়েছে, নবী করীম (সা.) বলেছেন, ‘আগের নবীগণ মানুষকে শিষ্টাচার শেখানোর যেসব কথা বলতেন, তার প্রথম কথাই ছিলো- যদি তোমার শরমই না থাকে তাহলে তুমি যা খুশী তাই করতে পার। (সহিহ বুখারি)
লজ্জার আরবি হায়া। নির্লজ্জতাই (ফাহশা) বেহায়াপনা। হায়ার সমার্থক শালীনতা, শিষ্টাচার, আত্মসংযম, আত্মসম্মান, অস্বস্তিবোধ, লজ্জাশীলতা, সংকোচ, দ্বিধা ইত্যাদি। পারিভাষিক অর্থে লজ্জাশীলতা হচ্ছে মানবীয় এমন চরিত্র, যা নিকৃষ্ট, কদর্য কথা ও কর্ম পরিহারে অনুপ্রাণিত ও উৎসাহিত করে এবং যথাযোগ্য হকদারকে অবহেলা ও উপেক্ষা করতে বাধা প্রদান করে।
অর্থাৎ লজ্জাশীলতা হলো আল্লাহর অপরিসীম দয়া, অনুগ্রহ ও ইহসানের প্রতি লক্ষ করা এবং নিজের ত্রুটি ও অক্ষমতা সম্পর্কে গভীরভাবে চিন্তা করা। এ উভয়বিধ চিন্তার ফলে মানসপটে যে ভাবের উদয় হয়, তাকেই বলা হয় লজ্জাশীলতা। (রিয়াজুস সালেহিন)












সর্বশেষ সংবাদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটি ঘোষণা
র‌্যাব হাতে অস্ত্রধারী আল আমিন ও তার সহযোগী গ্রেফতার
চাঁদাবাজদের ধরে খুঁটির সাথে বেঁধে পুলিশে দিন :হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা অঞ্চলের সেরা ৫ জন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ নির্বাচিত
কুমিল্লায় অলিতে-গলিতে ডাবের খোসা; বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটি ঘোষণা
নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন
কুমিল্লায় চার জনের অবৈধ সম্পদ অনুসন্ধান করছে দুদক
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
কুবির দুই হলের নাম পরিবর্তন ও এক হলের নতুন নামকরণ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২