আন্তর্জাতিক
সেবা সংগঠন এপেক্স ক্লাব অফ কুমিল্লার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত
হয়েছেন এপে: মোঃ মাহফুজুর রহমান এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন
এপে: রোম্মান হোসেন। গত ২০ নভেম্বর এপেক্স ক্লাব অফ কুমিল্লার বার্ষিক
সাধারণ সভায় ২০২৫ বর্ষের জন্য নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা
হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এপেক্স ক্লাব অফ বাংলাদেশের জাতীয় সভাপতি এপে:
এনামুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপে: মনিরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এলজি, পিএনপি, এপে: সালাহউদ্দিন
মাহমুদ, এলজি এপে: ডা: মুজিবুর রহমান, এনআইআরডি এপে: মেহেদী হাসান, এনএডি
এপে: কামরুল হাছান, এনইডি এপে: মিজানুর রহমান, জেলা গভর্নর এপে: জসিম
উদ্দিন, পিডিজি-৮ ও অবজারভার এপে: এড জাকির হোসেন, ফয়সাল তালুকদার ফয়সাল,
পিডিজি-৮ মোনাব্বের হোসেন সেলিম, লাইফ মেম্বার এপে: ইঞ্জিনিয়ার কামাল
উদ্দিন, এপে: এড. তারেক আবদুল্লাহ, অতীত সভাপতি এপে: মাহমুদুল হাছান পাশা,
এপে: ওয়ালিউল্লাহ রিপন, এপে: শাহজাদা এমরান, এপে: শাহরিয়ার জামান, এপে:
মোহাম্মদ আলী টিপু, এপে: এড. মাহাবুবুল হক প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায়
ক্লাবের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রধান নির্বাচন
কমিশনার এলজি এপে: ডা. মোঃ মুজিবুর রহমান, নির্বাচন কমিশনার এলজি পিএন পিএ
এপে: সালাহউদ্দিন মাহমুদ, এপে: মাহমুদুল হাসান পাশা নির্বাচন পরিচালনা
করেন। ২০২৫ সালের জন্য ১১ জন বোর্ড মেম্বার নির্বাচিত হন।
নতুন যারা
নির্বাচিত হলেন: প্রেসিডেন্ট: এপে: মাহফুজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি :
এপে:জসিম উদ্দিন ভূইয়া, জুনিয়র সহ-সভাপতি : এপে: হাছান আহমেদ, আইপিপিএন্ড
এক্সপানশন ডিরেক্টর : এপে: এবিএম মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী এন্ড
ডিএনই: এপে: রোম্মান হোসেন, ট্রেজারার: এপে: সেলিম উদ্দিন, সার্ভিস
ডিরেক্টর: এপে: ওমর ফারুক, মেম্বারশীপ এন্ড এটেন্ডেন্স ডিরেক্টর : এপে:
নেপাল চন্দ্র দেবনাথ, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর : এপে: এড
মাহবুবুল আলম রিমন এবং সার্জেন্ট এট আর্মস : এপে: নূরজাহান আক্তার।