কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হোয়াট্সএ্যাপ গ্রুপে জানানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেইজে নামের তালিকা প্রকাশের পাশাপাশি জানানো হয়েছে, কুমিল্লা জেলার এই আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন মুহাম্মদ সাকিব হুসাইন, সদস্য সচিব হিসেবে আছেন জিয়া উদ্দিন মোঃ রুবেল। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে আরাফ ভূইয়া এবং মুখপাত্র হিসেবে মোঃ জাহিদুল ইসলামের নাম ঘোষনা করা হয়েছে।
আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন জানান, কমিটিতে কুমিল্লার ১৭টি উপজেলার সদস্য রাখা হয়েছে। জেলার আহ্বায়ক কমিটিতে ২৯৭ জন সদস্য রাখা হয়েছে।
আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সদস্য সচিব জিয়া উদ্দিন মোঃ রুবেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।