শনিবার ২৩ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১
চাঁদাবাজদের ধরে খুঁটির সাথে বেঁধে পুলিশে দিন :হাসনাত আবদুল্লাহ
শাহীন আলম, দেবিদ্বার
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১:২১ এএম |

 চাঁদাবাজদের ধরে খুঁটির  সাথে বেঁধে পুলিশে দিন  :হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাজারে চাঁদাবাজি বন্ধ হয়নি। শুধু চাঁদাবাজদের মুখ বদল হয়েছে। প্রকাশ্যে না হলেও তারা নীরবে চাঁদা তুলছে। দিনরাত বাজারের বিভিন্ন স্থানে এসব চাঁদাবাজি হয়। আমার কাছে এসব খবর আসছে। যারা বাজারে চাঁদাবাজি করতে আসবে তাদের ধরে খুঁটির সাথে বেঁধে পুলিশের হাতে তুলে দিন। চাঁদাবাজি এই দেবিদ্বারের মাটিতে করতে দেওয়া হবে না। 
শুক্রবার (২২নভেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট এলাকার কাঁচা বাজার পরিদর্শনে এসে এসব কথা বলেছেন তিনি। এসময় তিনি ব্যবসায়ীদের খোঁজ-খবর নেন। 
তিনি আরও বলেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা বাজারের সিন্ডিকেট করে দ্রব্যের মূল্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলেছে, দীর্ঘদিনের এই সিন্ডিকেট ভাঙতে হবে। আমরা অনেক রক্ত ও লাশের বিনিময়ে একটি নতুন বাংলাদেশে পেয়েছি, এ বাংলাদেশে চাঁদাবাজ ও বাজার সিন্ডিকেটদের ঠাঁই এই মাটিতে হবে না। আমরা তাদের কঠোর হাতে দমন করব। 
তিনি আরও বলেন, আপনারা সিন্ডিকেটের কবলে পড়বেন না, সরাসরি কৃষকদের কাছ থেকে কাঁচামাল ক্রয় করে ভোক্তাদের হাতে ন্যায্যমূল্যে তুলে দিন, অতিরিক্ত মুনাফা করা থেকে বিরত থাকুন, দ্রব্যমূল্যের দাম মানুষের সহনীয় পর্যায়ে রাখুন, সারা দেশ সংস্কারের কাজ চলছে আমরা সবাই একে অপরকে সহযোগিতার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে। পরে তিনি গত ৪ আগস্ট নিহত শহীদ আবদুর রাজ্জাক রুবেল, শহীদ সাব্বির হোসেনসহ আন্দোলন নিহত ও আহতদের বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সাথে দেখা করে খোঁজ খবর নেন। এ সময় দেবিদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













সর্বশেষ সংবাদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটি ঘোষণা
র‌্যাব হাতে অস্ত্রধারী আল আমিন ও তার সহযোগী গ্রেফতার
চাঁদাবাজদের ধরে খুঁটির সাথে বেঁধে পুলিশে দিন :হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা অঞ্চলের সেরা ৫ জন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ নির্বাচিত
কুমিল্লায় অলিতে-গলিতে ডাবের খোসা; বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটি ঘোষণা
নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন
কুমিল্লায় চার জনের অবৈধ সম্পদ অনুসন্ধান করছে দুদক
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
কুবির দুই হলের নাম পরিবর্তন ও এক হলের নতুন নামকরণ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২