‘সৎ
সঙ্গে স্বর্গ বাস, মাদকের সঙ্গে সর্বনাশ’ এই স্লোগানকে সামনে রেখে মাদক
মুক্ত সমাজ গড়া ও সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার
(২৩ নভেম্বর) গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠন উদ্যোগে উপজেলার
রসুলপুর বাজারে এই লিফলেট বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম ইমরান হাছান। লিফলেট বিতরণ কর্মসূচীতে
উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. কাউছার আহমেদ মোল্লা, যুগ্ম
সাধারণ সম্পাদক শাহ জামান মুন্সী, সংগঠনের সদস্য এমরান হোসেন, রুবেল
মাস্টার, নাহিদ হাসান, আনিছুর রহমান, ইসমাইল হোসেন, জুবায়ের আহমেদ, সাদেকুল
রহমান, আশিক নিজামী, মেহেদী নিজামী, আলামিন, অলিউল্লাহ, জামিন প্রমুখ।
ভবিষ্যতেও
এমন কর্মসসূচী অব্যাহত থাকবে জানিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম
ইমরান হাছান বলেন, মাদকাসক্তি এক ভয়াবহ মরণব্যাধি। আমাদের দেশের
প্রেক্ষাপটে যে সকল সমস্যা বিদ্যমান তার একটি অন্যতম সমস্যা হচ্ছে মাদকের
ভয়াল থাবা। দিন দিন মাদকের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে। বর্তমানে দেশের
এমন কোনো জায়গা নেই যেখানে মাদকের কেনাবেচা হয় না। শহর থেকে শুরু করে
গ্রামেও এটি সহজলভ্য। গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠন গ্রাম পর্যায়ে
মাদকের কুফল ও ভয়াবহতা তুলে ধরে জনগণকে সচেতন করা উদ্যোগ নিয়েছে। এর
ধারাবাহিকতায় লিফলেট বিতরণ করা শুরু হয়েছে। উপজেলার প্রতিটি গ্রামে আমাদের
এমন কর্মসূচী চলবে।