রোববার ২৪ নভেম্বর ২০২৪
১০ অগ্রহায়ণ ১৪৩১
ডা: যোবায়দা হান্নানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান
প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ১:৫১ এএম |


২৩ নভেম্বর বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও একুশে পদক প্রাপ্ত মহিয়সী নারী ডা. যোবায়দা হান্নানের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার উদ্যোগে নাঙ্গলকোট উপজেলার আশারকোটায় কবর জিয়ারত, কোরআন খতম, আলোচনা ও দোয়া এবং বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সকালে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ নাঙ্গলকোট উপজেলার আশারকোটায় ডা. যোবায়দা হান্নানের কবর জিয়ারত করেন।
দুপুরে বিকো ও চক্ষু হাসপাতাল মিলনায়তনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম।
ডা: যোবায়দা হান্নানের বিভিন্ন কর্মকাণ্ডের উপর স্মৃতিচারণ করেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী মো: শাহাবুদ্দিন, আবুল হাসানাত বাবুল, সাধারণ সম্পাদক ডা: এ কে এম আব্দুস সেলিম, সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট ফাহমিদা জেবিন, নির্বাহী প্রদীপ কুমার রাহা কান্তি, সদস্য ঝর্ণা বড়ুয়া, বিকো ও চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ডা. মৃণাল কান্তি ঢালী, সাংবাদিক গাজীউল হক সোহাগ।
স্মৃতিচারণ শেষে ডা. যোবায়দা হান্নান এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী সদস্য মো: শাহজাহান সিরাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেএকেএস কুমিল্লার কোষাধ্যক্ষ অশোক কুমার বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক ডা. মো: গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন চৌধুরী শিশু নির্বাহী সদস্য মোস্তাক আহমেদ মজুমদার, সদস্য এডভোকেট শাহীন আফরোজ বিজলী, কনসালটেন্ট ডা. এ কে এম কামরুল আহসানসহ সকল স্তরের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়া গত ২১ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার নাঙ্গলকোট উপজেলার আশারকোটা ডা. যোবায়দা হান্নান প্রতিষ্ঠিত ডা. যোবায়দা হান্নান গার্লস স্কুল কলেজে বিশেষ দোয়া ও বিনামুল্যে ৮০০ জন অসহায় দরিদ্র চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ প্রদান করা হয়। চক্ষু রোগীদের মধ্যে ২০৭ দরিদ্র চক্ষু রোগীদের বিনামুল্যে বিকো ও চক্ষু হাসপাতালে ছানি অপারেশন করা হয়।
এর আগে ১৪ নভেম্বর মহিয়সী নারী একুশে পদক প্রাপ্ত ডা. যোবায়দা হান্নানের ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে নাঙ্গলকোটের আশার কোটায় ডা. যোবায়দা হান্নান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিনামুল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।












সর্বশেষ সংবাদ
ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ
তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহারের দাবী হিন্দু ধর্মাবলম্বীদের
শীতের বাহারি পিঠা বিক্রির ধুম কুমিল্লার অলি-গলিতে
কুমিল্লা সদর দলিল লেখক সমিতির অভিষেক ও পরিচিত সভা
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটি ঘোষণা
কুমিল্লা অঞ্চলের সেরা ৫ জন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ নির্বাচিত
‘মুগ্ধ এবং স্নিগ্ধ দু’জন একই ব্যক্তি নন’— জানালো রিউমার স্ক্যানার বাংলাদেশ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটি ঘোষণা
চাঁদাবাজদের ধরে খুঁটির সাথে বেঁধে পুলিশে দিন :হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২