রোববার ২৪ নভেম্বর ২০২৪
১০ অগ্রহায়ণ ১৪৩১
তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহারের দাবী হিন্দু ধর্মাবলম্বীদের
প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ১:৫৫ এএম |

 তারেক রহমান ও  কায়কোবাদের মামলা  প্রত্যাহারের দাবী  হিন্দু ধর্মাবলম্বীদের



নিজস্ব প্রতিবেদক: "কায়কোবাদের শাসন ব্যবস্থা, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা"।  কায়কোবাদ যখন ক্ষমতায় ছিল, হিন্দু সম্প্রদায় ভাল ছিল। এমন স্লোগান সম্বলিত প্লে-কার্ড, ব্যানার, ফেস্টুন হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাচঁ বারের সাবেক এমপি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের প্রহসনের রায় বাতিল করে দেশে আসার পরিবেশ তৈরী করার দাবিতে কুমিল্লা মুরাদনগরে মানববন্ধন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা।
শনিবার (২৩ নভেম্বর) সকালে মুরাদনগর উপজেলা সদরের আল্লাহু চত্বর থেকে কোম্পানীগঞ্জ রোড, থানা রোড, রামচন্দ্রপুর রোড ও হোমনা রোডসহ প্রায় দুই কিলোমিটার রাস্তা জুড়ে এ মানববন্ধন করা হয়। 
মানববন্ধনে বক্তব্য রাখেন, দুলাল দেবনাথ, অরুপ নারায়ন পৌদ্দার পিংকু, অঞ্জন রায়, দ্বীন দয়াল পাল, অধ্যাপক নিতানন্দ রায়, দয়ানন্দ ঠাকুর, রতন দাস, প্রঞ্জিত কুমার মজুমদার, শংকর রায়, গৌরাঙ্গ বে নাথ প্রমুখ।
মুরাদনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি দুলাল দেবনাথ বক্তব্যে বলেন, গোমতা থেকে হায়দরাবাদ, হিন্দু সম্প্রদায়ের কায়কোবাদ। মুরাদনগরের প্রতিটি হিন্দু ধর্মাবলম্বী পরিবারের সুখে দুঃখে পাশে থাকেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।  
 হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের মুরাদনগর উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক দীন দয়াল পাল বলেন, দীর্ঘদিন ধরে পুরো মুরাদনগরের সর্বস্তরের হিন্দুদের আক্ষেপ, কায়কোবাদ দাদা আমাদের জন্য এত কিছু করল অথচ ওনার জন্য আমরা কিছুই করতে পারলাম না। তাই আজ সকল হিন্দুদের অংশগ্রহনে মানববন্ধন করছি। মুরাদনগরের প্রতিটি গ্রাম থেকে হিন্দু ধর্মাবলম্বীরা  আজকের মানববন্ধনে অংশগ্রহন করেছে।
তারেক রহমান ও কায়কোবাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে অন্তরবর্তী  সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা আরো বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে দ্বিতীয় বার ষড়যন্ত্র করে  তারেক রহমান ও কায়কোবাদ দাদাকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় কায়কোবাদ দাদার বিরুদ্ধে কোন প্রামান বা কোন স্বাক্ষী পাওয়া যায়নি! এরপরও আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের প্রহসনের রায়ে তারেক রহমান ও কায়কোবাদ দাদাকে কারাদন্ড দিয়েছে। আমরা সাজানো মামলার ফরমায়েশী রায় প্রত্যাহার চাই।













সর্বশেষ সংবাদ
ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ
তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহারের দাবী হিন্দু ধর্মাবলম্বীদের
শীতের বাহারি পিঠা বিক্রির ধুম কুমিল্লার অলি-গলিতে
কুমিল্লা সদর দলিল লেখক সমিতির অভিষেক ও পরিচিত সভা
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটি ঘোষণা
কুমিল্লা অঞ্চলের সেরা ৫ জন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ নির্বাচিত
‘মুগ্ধ এবং স্নিগ্ধ দু’জন একই ব্যক্তি নন’— জানালো রিউমার স্ক্যানার বাংলাদেশ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটি ঘোষণা
চাঁদাবাজদের ধরে খুঁটির সাথে বেঁধে পুলিশে দিন :হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২