রোববার ২৪ নভেম্বর ২০২৪
১০ অগ্রহায়ণ ১৪৩১
দাউদকান্দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ১:৫৫ এএম |

ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার  করবো: ভিসি আমানুল্লাহ
বিগত দিনের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, দেশের শিক্ষাখাত ধ্বংস করে দিয়ে গেছে। এই ধ্বংসযজ্ঞের বোঝা এখন আমাদের কাঁধে এসে পড়েছে। আমরা বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছি যাতে এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে দ্রুত সংস্কার করে জাতিকে আলোর মিছিলে নিয়ে আসতে পারি। 
শনিবার সকালে দাউদকান্দির ইলিয়টগঞ্জ ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-আচার্য( ভিসি) অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।
তিনি বলেন, আমাদের পূর্ব পুরুষরা ৫২ বছর আগে দেশ স্বাধীন করেছিল। আর ২০২৪ সালে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধরা দেশের পরাধীনতার শৃঙ্খল থেকে তাদের জীবন দিয়ে আমাদের মুক্ত করেছে। আমাদের এনে দিয়েছে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ। আমরা প্রজন্ম থেকে প্রজন্মের মাধ্যমে তাদের ত্যাগের কথা স্মরণীয় করে রাখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদদের স্মৃতিফলক নির্মাণ করার পদক্ষেপ নিয়েছি। সেই সঙ্গে প্রত্যক শহীদ পরিবারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩ লাখা টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছি।
তিনি আরও বলেন, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্সে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ট্রেড কোর্স চালু করবো। যাতে শিক্ষা জীবন শেষ করে দেশ- বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ভালো চাকরি করতে পারে। 
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য পড়ালেখার বিকল্প নেই। তোমরা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে তোমরাই আগামীর ভিসি হবে, তোমারই হবে আগামীর প্রধানমন্ত্রী, তোমরাই হবে আগামীর উজ্জ্বল নক্ষত্র। 
এছাড়াও তিনি এই কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের দাবির প্রেক্ষিতে ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজকে বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ইসলামি সংস্কৃতিসহ মোট ৮ টি বিষয়ে স্নাতক শ্রেণিতে অধিভুক্ত করার ঘোষণা দেন। পর্যায়ক্রমে এই কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রুপান্তরিত করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইলিয়টগঞ্জ ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, প্রাক্তন মেধাবী শিক্ষার্থী ডা. শরিফুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজের প্রতিষ্ঠাতা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নূরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নজরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কলেজ পরিদর্শক মো. জহিরিল ইসলাম, দাউদকান্দি পৌরসভার ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার প্রমূখ।












সর্বশেষ সংবাদ
ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ
তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহারের দাবী হিন্দু ধর্মাবলম্বীদের
শীতের বাহারি পিঠা বিক্রির ধুম কুমিল্লার অলি-গলিতে
কুমিল্লা সদর দলিল লেখক সমিতির অভিষেক ও পরিচিত সভা
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটি ঘোষণা
কুমিল্লা অঞ্চলের সেরা ৫ জন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ নির্বাচিত
‘মুগ্ধ এবং স্নিগ্ধ দু’জন একই ব্যক্তি নন’— জানালো রিউমার স্ক্যানার বাংলাদেশ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটি ঘোষণা
চাঁদাবাজদের ধরে খুঁটির সাথে বেঁধে পুলিশে দিন :হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২