নোয়াখালী
কুমিল্লা মহাসড়কের লালমাই এলাকায় সড়কে অবৈধ বনজ দ্রব্য উদ্ধার অভিযান কালে
আনুমানিক ৩,০০,০০০ টাকার মূল্যের বিবিধ প্রজাতির অবৈধ গোল কাঠ জব্দ করা
হয়েছে। অভিযানটি পরিচালনা করেন সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশন।
কুমিল্লা
সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির এর
নির্দেশনায় সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশন কমকর্তা মোঃ হুমায়ুন কবির এর
নেতৃত্বে অন্যন্য কমকর্তা ও কর্মচারী সহ শনিবার ২৩ নভেম্বর রাত ১১ টায় এই
অভিযান করা হয়। এ সময় কৌশলে পাচারকালে অবৈধ কাঠ পরিবাহী কাভার্ড ভ্যান নং
চট্র মেট্রো-ট- ১১-৬৮৫৭ গাড়িটি আটক ও জব্দ করা হয়। উদ্ধারকৃত কাঠ ও কাভার্ড
ভ্যান শাকতলা বন বিভাগীয় কার্যালয়ে রাখা হয়েছে। এছাড়াও মামলা দায়েরের
প্রস্তুতি চলছে।
অনুসন্ধান সূত্রে জানা যায়, অবৈধ ভাবে পরিবহন ও
পাচার করা হচ্ছিল বলে উদ্ধারকৃত অবৈধ কাঠ সমূহ নোয়াখালী জেলার সুবর্নচর
এলাকা হতে সংগ্রহ করত।