কুমিল্লা
জেলা লিগ্যাল এইড কমিটির ১০২ তম মাসিক সভা ২৫ অক্টোবর ২০২৪ রোজ সোমবার
জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলার জেলা ও
দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শফিকুল
ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে নারী ও শিশু
নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) নাজমুল হক শ্যামল,
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছির আরাফাত,,অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ, মেডিকেল অফিসার ডাঃ মোঃ শফিকুল ইসলাম ,
যুগ্ম জেলা জজ মোঃ ইমাম হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট কামাল হোসেন,
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান (লিটন), জেলা
সরকারী কৌশুলী এডভোকেট মোঃ তারেক আব্দুল্লাহ, জেলা পাবলিক প্রসিকিউটর
এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর
পিপি মু, বদিউল আলম সুজনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনার ও আয়োজনের দায়িত্বে ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও
জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এফ.এম শেফায়েত ছালাম।
জেলা লিগ্যাল
এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) বলেন, আইনের
দৃষ্টিতে দেশের সব নাগরিকই সমান। প্রত্যেকেই ন্যায় বিচার পাওয়ার অধিকারী।
সরকারের এই আইনি সেবা থেকে যেন কেউ বঞ্চিত না হয় সে দিকে সকলকে লক্ষ্য
রাখতে হবে। তিনি আরো বলেন, উপজেলা লিগ্যাল এইড কমিটি এবং ইউনিয়ন লিগ্যাল
এইড কমিটির মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রম
ব্যাপকভাবে প্রচার প্রচারণা করতে হবে। সরকারি লিগ্যাল এইড কার্যক্রমকে
প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে সকলকে একযোগে কাজ করার আহবান করেন।