মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪
১২ অগ্রহায়ণ ১৪৩১
বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বিএনপির উপহার বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১:০২ এএম |


 বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বিএনপির উপহার বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে উপহার দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৫ নভেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে এই উপহাত তুলে দেয়া হয়।
জানা গেছে, সোমবার সকালে চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহস্রাধিক শিক্ষার্থীদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষা উপকরণ উপহার পৌঁছে দেন নেতাকর্মীরা।
উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর-রশিদ ইয়াসিন। বক্তব্যে তিনি বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে। দেশের খারাপ সময়ে বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে থেকে মোকাবেলা করেছে। যার উদাহরণ আপনারা বিগত দিনে দেখেছেন। অথচ আওয়ামী লীগ জনতার অধিকার হরণ করেছে। লুটপাট করে দেশকে নিস্ব করেছে।
এসময় তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ আপনাদের কাছে পাঠয়েছেন। তিনি জনতার কল্যাণে বিএনপি নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আমরা উনার নির্দেশেই আজ আপনাদের দরজায় এসেছি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাসহ জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
















সর্বশেষ সংবাদ
এনআইডি সংশোধনে মাত্রাহীন ভোগান্তি
কুমিল্লা টাউন হলের আহবায়ক কমিটি গঠন আরো দু’টি উপকমিটি
বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বিএনপির উপহার বিতরণ
লাকসাম উপজেলা ও পৌরবিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন
বিনামূল্যে সরকারি আইনি সেবা কার্যক্রম প্রচার প্রচারণার মাধ্যমে তৃণমুল পর্যায়ে পৌঁছাতে হবে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা টাউন হলের আহবায়ক কমিটি গঠন, আরো দু’টি উপকমিটি
লাকসাম উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন
আত্মহত্যার প্রবণতা বেড়েছে ব্রাহ্মণপাড়ায়
ভিক্টোরিয়া কলেজের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২