কুমিল্লায়
র্যাব অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার (২৭ নভেম্বর)
জেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে মো: শাহাজাদা জিসান (৪৮) ও মো:
বকুল মিয়া (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতার জিসান
জেলার কোতয়ালী থানার হাউজিং এস্টেট এলাকার মৃত সেকান্দার আলীর পুত্র এবং
মো: বকুল মিয়া একই থানার বিবির বাজার এলাকার মৃত সামছু মিয়ার পুত্র।
কুমিল্লা র্যাব-১১ এর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
জানা যায়,
র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জেলার কোতয়ালী থানার হাউজিং এস্টেস ও চাপাপুর
এলাকায় অভিযান পরিচালনার সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। মঙ্গলবার ২৬
নভেম্বর চাপাপুর এলাকায় অভিযানের সময় মো: বকুল মিয়া নামে একজন মাদক
ব্যবসায়ী ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটোরিক্সা জব্দ
করে। অন্য একটি অর্ভিযানে র্যাব হাউজিং এস্টেট এলাকা থেকে মো: শাহাজাদা
জিসান নামে আরো একজনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৮হাজার ৯৪০পিস
ইয়াব ট্যাবলেট উদ্ধার করে।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে,
মাদক ব্যবসায়ী জিসান ও বকুল মিয়া দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী
এলাকা হতে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন উপজেলার মাদক ব্যবসায়ী ও মাদক
সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। মাদক বিরোধী
ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করে। মাদকের মতো
সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
র্যাব-১১ এর
উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান জানান,
র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের
গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস
নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী,
ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব
অভিযান পরিচালনা করে আসছে।