নিজস্ব
প্রতিবেদক: জুলাই আন্দোলনে গণহত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল
ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার বিকেলে কুমিল্লা নগরীর টমচম
ব্রিজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর পূবালী চত্বরে এসে সমবেত হয়
ছাত্রশিবিরের নেতাকর্মীরা। পূবালী চত্বরের সমাবেশে বক্তারা দাবি জানান,
জুলাইয়ের গণ আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন - সেসব হত্যাকান্ডে যারা জড়িত
তাদের বিরুদ্ধে এই সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। গণ-আন্দোলনে
হত্যাকাণ্ডের বিচারের দাবিকে এই সরকার অগ্রাধিকার দিয়ে বিচারকার্য দ্রুত
শুরু করতে হবে।
সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও
জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে সমাবেশে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক
মু'তাসিম বিল্লাহ শাহেদী, কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়ন,
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী। সমাবেশ সঞ্চালনা করেন
কুমিল্লা মহানগর ছাত্রশিবির সেক্রেটারি হাছান আহমেদ।