বাংলাদেশ
পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের
জন্য আয়োজিত ১৭৮তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী বৃহস্পতিবার
অনুষ্ঠিত হয়েছে। দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে
সভাপতিত্ত্ব করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাইফ উদ্দিন
আহমেদ। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণে দক্ষ
মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ মানবসম্পদ উন্নয়নে
প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি নাগরিক সেবায় সুশাসন নিশ্চিত করার জন্য
প্রশিক্ষণার্থীদের আহবান জানান।
সমাপনী অধিবেশনে আরও উপস্থিত ছিলেন
বার্ড-এর প্রশিক্ষণ বিভাগের পরিচালক আবদুল্লাহ আল মামুন। কোর্সটির কোর্স
পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বার্ড পরিচালক (প্রকল্প) রঞ্জন কুমার
গুহ। কোর্সটির সহযোগী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বার্ড
উপপরিচালক শারমিন শাহরিয়া। এছাড়া কোর্সটির সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন
বার্ডের যুগ্মপরিচালক জোনায়েদ রহিম। এ প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণ করেছেন
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৫০ জন কর্মকর্তা। উক্ত প্রশিক্ষণ কোর্সে
ডিজি অ্যাওয়ার্ড পেয়েছেন ডা. রহিমা খাতুন দোলন।