বাংলাদেশে
ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার
দাবিসহ চট্টগ্রামের লোহাগড়ায় ট্রাক চাপায় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে
হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দেবিদ্বার উপজেলা বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে বক্তারা আগামী ২৪
ঘণ্টার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলীফের হত্যাকারীদের শনাক্ত করে
গ্রেপ্তার এবং বাংলাদেশ ইসকনকে নিষিদ্ধ ঘোষণার জোর দাবি জানানো হয়েছে।
এছাড়াও
সমাবেশে চট্টগ্রামের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক
হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস
আলমের গাড়ি বহরে ট্রাক চাপায় হত্যাচেষ্টা কারীদের শনাক্ত করে দ্রুত বিচারের
দাবিও জানানো হয়। অন্যথায় ছাত্রসমাজ আরো একটি যুদ্ধ সংগঠিত করতে প্রস্তুত
রয়েছে উল্লেখ করে সমাবেশে বক্তারা বলেন, আমরা প্রস্তুত আছি, আপনারাও
প্রস্তুত থাকুন, যেকোনো সময় যুদ্ধের ডাক আসতে পারে। আপনাদের সঙ্গে নিয়ে
প্রয়োজনে ছাত্র সমাজ আবার যুদ্ধ ঘোষণা করবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর)
বিকাল সাড়ে ৩টার দিকে হাসনাত আবদুল্লাহর নিজের এলাকা কুমিল্লার দেবিদ্বার
বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা গেইট সংলগ্ন থেকে শুরু হয়ে সদর
এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্ত্বরে গিয়ে
সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী
ছাত্রআন্দোলনের রাকিবুল ইসলাম হৃদয়, মুহতাদির জারিফ সিক্ত, মোহাম্মদ সিয়াম
ইসলাম, সাজেদুল রাশেদ রাফসান,নাজমুল হাসান নাহিদ, সরকার সাকিব, সফিউল্লাহ,
কাজী নাছির, মো, নাজমুল হাসান, জহিরুল ইসলাম।