দীর্ঘদিন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন শেষে
আবেগঘন বিদায় নিয়েছেন স. ম. আজহারুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার ছিলো তার শেষ
কর্মদিবস। এদিন দীর্ঘ ১৪ মাস ব্রাহ্মণপাড়ায় দায়িত্ব পালনকালীন সময়ের নানা
স্মৃতি রোমন্থন করেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক
আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।
এ উপলক্ষে তিনি ইউএনও ব্রাহ্মণপাড়া ফেইসবুক
পেইজে লিখেন- ‘আজ ব্রাহ্মণপাড়া উপজেলায় আমার শেষ কর্মদিবস ছিল।প্রায়
চৌদ্দমাস আপনাদের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন শেষে
বদলিজনিত কারণে ব্রাহ্মণপাড়া ছেড়ে চলে যাচ্ছি।
এই ক'দিনে নানা সঙ্কটে,
আনন্দ, বেদনায় আপনাদের সাথে থেকেছি, আপনাদেরকেও পাশে পেয়েছি। চেষ্টা করেছি
আপনাদেরকে সেবা করতে.. আরোপিত দায়িত্ব পালন করতে...
দায়িত্বপালনে ত্রুটি
বিচ্যুতি যেটুকু সেটুকু আমার ব্যর্থতা। সেজন্য দু:খ প্রকাশ করছি।আশা করি-
ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষ সকল প্রতিকূলতা ঠেলে সমৃদ্ধির পথে এগিয়ে
যাবে...
সবশেষে, দোয়া চাইব যেন আমার পরিবার পরিজন নিয়ে সুস্থতায় ও
শান্তিতে জীবন কাটে, যেন একজন সৎ ও ভালো মানুষ হিসেবে আল্লাহ দুনিয়া ও
আখিরাতে কামিয়াব দান করেন।’