বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
১২ পৌষ ১৪৩১
বিচার বিভাগ আমাদের গণতন্ত্রের মূল স্তম্ভ: প্রধান বিচারপতি
প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৯ এএম |

 বিচার বিভাগ আমাদের গণতন্ত্রের মূল স্তম্ভ: প্রধান বিচারপতি
বিচার বিভাগকে বাংলাদেশের ‘গণতন্ত্রের মূল স্তম্ভ’ হিসেবে তুলে ধরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বেঞ্চ ও বারের পারস্পরিক সুষম সহযোগিতার ওপর এর শক্তি নির্ভর করে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ২০২৪ সালে সদস্যভুক্ত হওয়া আইনজীবীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান বিচারপতি বলেন, “বিচার বিভাগ আমাদের গণতন্ত্রের মূল স্তম্ভ এবং এর শক্তি নির্ভর করে দুইটি গুরুত্বপূর্ণ স্তম্ভ - বেঞ্চ ও বারের সুষম সহযোগিতার ওপর।
“বার (আইনজীবী সমিতি) শুধু বিচার প্রক্রিয়ার একটি অংশ নয়, বরং ন্যায়বিচারের পবিত্রতা ও কার্যকারিতা রক্ষারও সমান অংশীদার।”
আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, “সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হিসেবে আপনার ভূমিকা শুধু আইনজীবী হিসেবে সীমাবদ্ধ নয়; আপনি আইন পেশার অভিভাবক এবং বিচার বিভাগের প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী।
জাতি ও ব্যক্তিগতভাবে আমার প্রত্যাশা, আপনারা যত্ন, পেশাদারিত্ব এবং গভীর দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন, যাতে বিচার বিভাগ সাংবিধানিক দায়িত্ব পালনে সমর্থ হয়।”
সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণের পর নেওয়া কয়েকটি পদক্ষেপের কথা সভায় তুলে ধরেন।
বিচার বিভাগের সংস্কারে এরই মধ্যে তার নেওয়া রোডম্যাপ ঘোষণার কথা তিনি তুলে ধরেন।
একই সঙ্গে এ রোডম্যাপের অংশ হিসেবে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করা এবং ‘জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলেন তিনি।
তিনি বলেন, বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন হয়েছে, যা আগে পার্লামেন্টের কাছে ছিল।
কর্মশালা শুরুর আগে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ, ২০২৪ সালে গণ আন্দোলনে নিহত এবং অতি সম্প্রতি চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাই কোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।













সর্বশেষ সংবাদ
কুমিল্লা আসছেন সিইসি
৭ দিনের রিমান্ডে আকাশ মণ্ডল
মাস্টারের প্রতি ক্ষোভের জের ধরেই জাহাজে সাত খুন
দীর্ঘ তের বছর পর ২৮ ডিসেম্বর দেশে ফিরছেন কায়কোবাদ
খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের আসামি বিপ্লব আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডাকাতদের টার্গেট প্রবাসীর বাড়ি
কুমিল্লার লাকসামে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ; ককটেল বিস্ফোরণ
শত কোটি টাকার মানহানির মামলা
কুমিল্লা আসছেন সিইসি
দীর্ঘ তের বছর পর ২৮ ডিসেম্বর দেশে ফিরছেন কায়কোবাদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২