কুমিল্লায় শহরের
প্রাণকেন্দ্রে অবস্থিত উইকন প্রোপ্রার্টিজের অন্যতম প্রকল্প উইকন চৌধুরী
আর্কেড শপিং মলের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। শনিবার ৩০ নভেম্বর দুপুরে
চৌধুরী আর্কেড প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায় এমন দৃশ্য। এ সময় সাইট
প্রকৌশলী জানিয়েছে, প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পাইলিংয়ের কাজ
শেষে আমরা দ্রুত মাটি কাটার কাজ শুরু করবো এবং অতি দ্রুতই অনুমোদিত নকশা
অনুযায়ী মূল কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ।
জানা যায়, নির্মাণ
প্রকল্পের নকশা অনুযায়ী চৌধুরী আর্কেড শপিং মলের প্রকল্পের কাজ দ্রুত গতিতে
এগিয়ে যাচ্ছে। প্রবাসী ব্যবসায়ী ও কুমিল্লা বাসীর ব্যবসায়ীদের আন্তরিক
সহযোগীতা ও পূর্ন সমর্থন নিয়ে এ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে।
ইতোপূর্বে প্রকল্প এলাকায় যে মেলা বা বিক্রয় উৎসব অনুষ্ঠিত হয়েছে তা ব্যাপক
সফলতা পেয়েছে। আগামীতেও এই সফলতা অব্যাহত থাকবে বলে বিশ্বাস প্রকল্প
সংশ্লিষ্টদের। ক্রেতা ও বিনিয়োগকারীদের আস্থা অর্জনে ব্যবহার করা হচ্ছে
বিশ্ব সেরা প্রযুক্তি, সর্বজন স্বীকৃত জিপিএইচ ইস্পাত, বিশ্ব সেরা ক্রাউন
সিমেন্ট ও রেডিমিক্স।
এখানে ব্যবসায়িক স্পেসের চাহিদা মিটিয়ে প্রবাসী
কুমিল্লাবাসীদের জন্য হালাল ব্যবসায় বিনিয়োগের সুযোগ করে দিতে বদ্ধ পরিকর
উইকন প্রোপার্টিজ। তাই কুমিল্লার গর্ব, প্রবাসীদের আস্থা এবং স্থানীয়
অর্থনীতির সাফল্যের মেলবন্ধন হতে যাচ্ছে উইকন চৌধুরী আর্কেড শপিং মল। দ্রুত
সময়ে প্রকল্প হস্তান্তরের নিশ্চয়তা, নিরবিচ্ছিন্নভাবে তৈরি করে দিচ্ছে
অসীম দৃঢ়তায় এক আগামীর বাংলাদেশ। যেখানে প্রতিটি স্বপ্ন এবং বিনিয়োগ থাকবে
সুরক্ষিত ও সুদৃঢ়। এই ধারাবাহিকতায় উইকন প্রোপার্টিজ এর সকল ক্রেতা ও
শুভানুধ্যায়ীকে উইকন চৌধুরী আর্কেড শপিং মল সরাসরি পরিদর্শনে অনুরোধ করেছে
কর্তৃপক্ষ।
উইকন প্রোপার্টিজের নির্বাহী পরিচালক দেওয়ান রাশিদুল হাসান
জানিয়েছেন, প্রকল্প কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমরাও দ্রুত প্রকল্প কাজ
শেষ করে দোকান মালিক বা ক্রেতাদের নিকট সাফ কবলা দলিলের মাধ্যমে হস্তান্তর
করতে আগ্রহী।