বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
২০ অগ্রহায়ণ ১৪৩১
কায়কোবাদ খালাস পাওয়ায় মুরাদনগরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১:১৯ এএম |


   কায়কোবাদ খালাস পাওয়ায় মুরাদনগরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
রাজধানীতে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিল আবেদনের ওপর শুনানি শেষে বিচারিক আদালতের রায় বাতিল করে এ আদেশ দেন।
রায়ের খবর শুনে কুমিল্লার মুরাদনগরে দলটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের এলাকায় মুহূর্তেই হাজার হাজার মানুষ আনন্দ মিছিল নিয়ে মুরাদনগর সদরে আসেন। বিএনপি নেতা কর্মীদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষও আনন্দ উল্লাসে মেতে উঠেন। মুরাদনগরের প্রতিটি গ্রাম গন্জে মিষ্টি বিতরণ করেন আপামর জনতা৷
এ ছাড়াও বিকেল ৪ টায় মুরাদনগর ডি আর উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা ও দোয়ার আয়োজন করা হয়।এ সময় উপজেলার সর্বস্তরের সাধারণ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর এই মামলা খালাস পাওয়ায় সনাতন ধর্মাবলম্বীরাও তাদের মন্দিরে প্রার্থনার আয়োজন করে। পূজা উৎসবের মত আজ তারা উন্নত মানের খাবার আয়োজন করেছে। 
মুরাদনগর সদরসহ পুরো উপজেলায় আনন্দে মেতেছে লক্ষ লক্ষ মানুষ। 
এদিকে নেতাকর্মীরা দাবী জানান, যারা কায়কোবাদকে মিথ্যা মামলায় জড়িয়ে দেশান্তরিত করেছে তাদেরকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর ছোট ভাই কাজী জুননুন বসরী বলেন, হামলা মামলা জুলুম নির্যাতনের পরেও এ মুরাদনগরের মানুষ যেভাবে আমার বড় ভাইয়ের পাশে ছিলেন আমরাও আপনাদের পাশে ছিলাম আছি আজীবন থাকব ইনশাআল্লাহ। আমার দাদাকে মিথ্যা মামলা দিয়ে আজ ১৩ বছর পরিবার ও মুরাদনগরের মানুষ থেকে দুরে রেখেছে। তারা ভেবেছে মুরাদনগর থেকে কায়কোবাদকে মুছে দেবে! কিন্তুু রায় ঘোষণার সাথে সাথে হাজার হাজার মানুষ যেভাবে আনন্দ মিছিল নিয়ে লক্ষাধিক মানুষের সমাবেশে পরিণত করেছে তাতে আজ প্রমানিত হয়েছে মুরাদনগরে কায়কোবাদ দাদার বিকল্প নাই।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া বলেন, ফ্যাসিস্ট সরকার ও তার দোসর ইউসুফ আব্দুল্লাহ হারুন মিথ্যা সাজানো মামলায় জড়িয়ে মুরাদনগরের আপামার জনতার হৃদয়ের মনি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ১৩ বছর মুরাদনগরের মানুষ থেকে দুরে রেখেছে। আজ জনতার বিজয় হয়েছে। আমার নেতা খালাস পেয়েছে। আমাদের নেতাকে মিথ্যা মামলা দিয়ে যারা দুরে রাখল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরকার মজিব বলেন, ৫ আগষ্ট দেশ স্বাধীন হলেও আমাদের মনের ব্যাথা যায়নি। আজ এ রায়ের মাধ্যমে আমরা পূর্ন স্বাধীনতা পেলাম। আজ আমরা ৫ আগষ্টের চেয়েও বেশি আনন্দিত।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মুরাদনগর উপজেলা সেক্রেটারী অরুপ নারায়ন পৌদ্দার পিংকু বলেন, মুরাদনগরের সকল হিন্দুরা মিলে আমরা মানববন্ধন করেছিলাম অবিলম্বে কায়কোবাদ দাদার মামলা প্রত্যাহারের দাবিতে। ভগবান আমাদের প্রার্থনা মন্জুর করেছে। আজ দাদা মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছে। আমরা হিন্দু ধর্মাবলম্বীরা আজ মন্দিরে আনন্দ উদযাপন ও ভূড়িভোজ করছি।
আনন্দ মিছিল মিষ্টি বিতরণ ও দোয়ার আয়োজনকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে মুরাদনগর উপজেলা সদর। 
আজকের আনন্দকে ঘিরে আলেম ওলামা ও সাধারণ মানুষদের জন্য ১০ টি গরু ও মন্দিরে বিশেষ খাবারের ব্যবস্থা করেছে মুরাদনগরের আনন্দিত জনতা।













সর্বশেষ সংবাদ
এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে
ভারতের পেয়াজ-রসুনের দিকে আমরা তাকিয়ে নেই: হাজী ইয়াছিন
মেঘনায় তিন সহোদরসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,
১৫ বছরের দু:শাসন থেকে মুক্তি দিয়েছে ছাত্ররা
৭ মাসেও সাকিবের খোঁজ মিলছেনা; দিশেহারা পরিবার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক আজাদের বিলাসী জীবন-যাপন
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
নদী থেকে মাটি উত্তালন লালমাইয়ে ড্রেজার মেশিন জব্দ, জরিমানা
ভারতের পেয়াজ-রসুনের দিকে আমরা তাকিয়ে নেই: হাজী ইয়াছিন
থানাকে ভরসার জায়গা হিসেবে গড়তে চাই: নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২