বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
২০ অগ্রহায়ণ ১৪৩১
আমরা শিরকমূক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে আল্লাহর প্রতি এহসানী করব
-সরসপুরে জামায়াতের কর্মী সম্মেলনে ডঃ সরওয়ার উদ্দিন সিদ্দিকী
মোঃ হুমায়ুন কবির মানিক
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৯:৪৯ পিএম আপডেট: ০২.১২.২০২৪ ৯:৫৩ পিএম |

আমরা শিরকমূক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে আল্লাহর প্রতি এহসানী করববাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভাউপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডক্টর সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন,  শিরক হচ্ছে আল্লাহর উপর বড় জুলুম। যে শিরক করে সে আল্লাহর উপর জুলুম করে। আর যে শিরকমুক্ত জীবনযাপন করে সে আল্লাহর উপর এহসানী করে। আর আল্লাহর প্রতি যে এহসানী করে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে এহসানী করবেন। আল্লাহর হুকুম ও নবীর আদর্শের বাইরে যারা রাজনীতি করে, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করে তারাও শিরক করে। আমরা আল্লাহর উপর জুলুম করবো না। আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর রুবুবিয়ত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য, তৌহিদকে প্রতিষ্ঠার জন্য, শিরকমূক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে আল্লাহর প্রতি এহসানী করব ইনশাআল্লাহ।

আমরা শিরকমূক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে আল্লাহর প্রতি এহসানী করবসম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিজনেস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভার আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মোঃ নুরুন্নবী, লক্ষণপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ফয়েজুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম। 
সরসপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মহিন উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মোঃ শহীদ লাদেন, সরসপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নান, জামায়াত নেতা মোঃ নুরুন্নবী প্রমুখ।












সর্বশেষ সংবাদ
এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে
ভারতের পেয়াজ-রসুনের দিকে আমরা তাকিয়ে নেই: হাজী ইয়াছিন
মেঘনায় তিন সহোদরসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,
১৫ বছরের দু:শাসন থেকে মুক্তি দিয়েছে ছাত্ররা
৭ মাসেও সাকিবের খোঁজ মিলছেনা; দিশেহারা পরিবার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক আজাদের বিলাসী জীবন-যাপন
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
নদী থেকে মাটি উত্তালন লালমাইয়ে ড্রেজার মেশিন জব্দ, জরিমানা
ভারতের পেয়াজ-রসুনের দিকে আমরা তাকিয়ে নেই: হাজী ইয়াছিন
থানাকে ভরসার জায়গা হিসেবে গড়তে চাই: নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২