বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভাউপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডক্টর সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, শিরক হচ্ছে আল্লাহর উপর বড় জুলুম। যে শিরক করে সে আল্লাহর উপর জুলুম করে। আর যে শিরকমুক্ত জীবনযাপন করে সে আল্লাহর উপর এহসানী করে। আর আল্লাহর প্রতি যে এহসানী করে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে এহসানী করবেন। আল্লাহর হুকুম ও নবীর আদর্শের বাইরে যারা রাজনীতি করে, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করে তারাও শিরক করে। আমরা আল্লাহর উপর জুলুম করবো না। আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর রুবুবিয়ত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য, তৌহিদকে প্রতিষ্ঠার জন্য, শিরকমূক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে আল্লাহর প্রতি এহসানী করব ইনশাআল্লাহ।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিজনেস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভার আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মোঃ নুরুন্নবী, লক্ষণপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ফয়েজুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম।
সরসপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মহিন উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মোঃ শহীদ লাদেন, সরসপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নান, জামায়াত নেতা মোঃ নুরুন্নবী প্রমুখ।