প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ পিএম |
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সাফিন র্মির্জাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাতে নগরীর ঠাকুর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার সাফিন মির্জা কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার মৃত আনোয়ার মির্জার পুত্র। তার বিরুদ্ধে থানায় অন্তত ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মাহিনুল ইসলাম। তিনি বলেন, সাফিন ওই এলাকার ছিচকে ক্যাডার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থেকে রবিবার রাতে এলাকায় এসে ছিনতাইয়ের চেষ্টা করে সাফিন মির্জা। এসময় তাকে স্থানীয়রা আটক করে। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।