নিজস্ব
প্রতিবেদক: ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা, ভাঙ্চুর ও
জাতীয় অবমাননার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২
ডিসেম্বর রাত সাড়ে ৮টায় কুমিল্লা কান্দিরপাড়সহ শহরের বিভিন্ন সড়কেবিক্ষোভ
মিছিল করে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা। এ সময় কুমিল্লা কান্দিরপাড়
পূর্বালী চত্তরে জড়ো হয়ে বক্তব্য রাখেন তারা।
জানা যায়, ভারতের
উত্তরপূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী
হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙ্চুর হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি
সংগঠনের সমর্থকেরা এ হামলা চালান। এসময় তাঁরা বাংলাদেশ সহকারী হাইকমিশনের
ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেন এবং সেখানে তাঁরা
ভাঙচুরও করেন। ভারতে সহকারী হাইকমিশনে হামলা ও আগুন দেওয়ার ঘটনায়
বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে
ছাত্ররা। এ সময় বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষও অংশগ্রহন
করেন। বক্তব্যে ছাত্র নেতৃবৃন্দ বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে
লিপ্ত রয়েছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা প্রচারণা
চালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট করে ভারত সরকারকে
বলতে চাই, আমরা কখনো হিন্দু বিরোধী না। কিন্তু এভাবে আমাদের বিরুদ্ধে
ষড়যন্ত্র চলতে থাকলে আর যদি বাংলাদেশের কোন হাই কমিশনে আঘাত করা হয় আমরা
সারা বাংলার মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাড়াবো। ভারত বাংলাদেশে
সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে দিতে চায়। আমরা সারা দেশের মানুষ এক আছি,
এক থাকব। আমরা কাউকে সংখ্যালঘু বলতে চাই না আমরা এদেশে মিলে মিশে বসবাস
করতে চাই। আমাদের একটাই পরিচয় আমরা বাঙ্গালী আমরা বাংলাদেশী। এ নিয়ে
বাংলাদেশে কোন নৈরাজ্য হলে আমরা সারা বাংলাদেশের মানুষ এক সাথে তাদের
বিরুদ্ধে দাঁড়াবো।
এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী নাছির, সংগঠক বিল্লাল হোসেন,
মুখ্য সংগঠক আরাফ ভূইয়া, যুগ্ম সদস্য সচিব ইয়াসিন আরাফাত হিমুসহ প্রমুখ।