কুমিল্লার
হোমনায় অবৈধভাবে পরিচালিত মেসার্স ন্যাশনাল ব্রিকস ফিল্ড বন্ধ এবং এই
ব্রিক্স ফিল্ড পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের
জন্যকুমিল্লা জেলা প্রশাসনে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। মঙ্গলবার
(৩ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এ অভিযোগটি দায়ের করেন মো:
কামরুজ্জামান নামের এক ব্যক্তি। তিনি মেসার্স ন্যাশনাল ব্রিকস ফিল্ডের
মালিক ।
অভিযোগ সূত্রে জানা যায়, মো: কামুরুজ্জামান চলতি বছরের ২১
নভেম্বর তিনি ব্রিকস ফিল্ডটি পরিচালনা করবেন না মর্মে কুমিল্লা জেলা
প্রশাসক বরাবর একটি আবেদন দাখিল করেন। আবেদনের পরই ব্রিকস ফিল্ডডি বন্ধ না
হওয়ায় এবং উক্ত ব্রিক ফিল্ডটি এখনো সকল কর্মকান্ড পরিচালনা হওয়ায় তিনি
উদ্বিগ্ন। অথচ তিনি গত ৪ বছর যাবত উক্ত ব্রিকস ফিল্ডটি পরিচালনা করেছেন।
সরকারি বিধি অনুযায়ী কৃষি ছাড়পত্র, ফায়ার সার্ভিস ছাড়পত্র, বিদ্যুৎ লাইন
সংযোগসহ সরকারি ভ্যাট দিয়ে ব্যবসা পরিচালনা করে এসেছেন। কিন্তু বর্তমানে
ব্রিকস ফিল্ডটির কোন রকম পরিবেশ ছাড়পত্র নেই। তাই তিনি ব্রিকস ফিল্ডটি এখন
আর পরিচালনা করতে আগ্রহী নন। ব্রিক ফিল্ডটি জোরপূর্বক দখল করেছেন ভাষানিয়া
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেক সরকার, ওমরাবাদ এলাকার মৃত রুক্কু মিয়ার
পুত্র বাবুল, কাশিপুরের আবু সাইদের পুত্র দুলাল মিয়া, রঘুনাথপুরের শিশু
মিয়ার পিত্র শিমুলসহ আরো অনেকে। বর্তমানে তারা ইট কাটার প্রস্তুতি নিচ্ছে।
তাদেরকে বাধা দিতে গেলে তারা মেরে ফেলার হুমকিধমকি সহ পরিবারের সদস্যদের
মেরে ফেলার হুমকি দিয়েছে। তাই তিনি নিরুপায় হয়ে আইনী সহায়তাসহ ব্রিকস
ফিল্ডটি বন্ধের আবেদন করেছেন।
কামরুজ্জামান জানান, তিনি একজন ব্যবসায়ী।
ব্যবসার কারণে সকলের সাথে তার ভাল সম্পর্ক আছে। তিনি ন্যাশনাল ব্রিকস
ফিল্ডের মালিক ছিলেন। বর্তমানে এই ব্রিক ফিল্ডটির পরিবেশ ছাড়পত্রসহ নানা
সমস্যার কারণে এটি বন্ধের আবেদন করেছেন। কিন্তু কিছু ব্যক্তি জোরপূর্বক তার
ব্রিকস ফিল্ডটি দখল করে পরিচালনা করে আসছে। বর্তমানে তিনি এই ব্রিকস
ফিল্ডটি বন্ধ এবং এটি যারা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
গ্রহনের আবেদন জানান।