কুমিল্লা
সদর দক্ষিণ থেকে জোবায়ের হোসেন নামে এক হাফেজ নিখোঁজ হয়েছেন। তিনি জেলার
সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকার প্রবাসী ইমান হোসেনের
পুত্র। সোমবার ২ডিসেম্বর কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি নিখোঁজ ডায়েরী
করেছেন প্রবাসী ইমান হোসেন। ইমান হোসেন জানান, গত ১০দিন পূর্বে তার ছেলে
জোবায়ের মাদ্রাসার হুজুরের সাথে মাদ্রাসায় যাওয়ার পথে অটোরিক্সা থেকে
লাফিয়ে পালিয়ে গিয়ে একটি বাড়িতে প্রবেশ করে। সেই বাড়ীতে খুজে তাকে পাওয়া
যায়নি। ১০দিন পেরিয়ে গেলেও তাকে খুজে পাওয়া যাচ্ছে না। গত ২ ডিসেম্বর তিনি
প্রবাস থেকে দেশে ফিরে থানায় জিডি করেন। তিনি আরো জানান, জোবায়ের হাফেজ পড়া
শেষ করে গত ৭ নভেম্বর পাগড়ী পড়েছেন। চলতি মাস ডিসেম্বরে তার শুনানি ছিল।
এমতাবস্থায় জোবায়ের পালিয়ে গিয়েছে। হুজুরসহ আমরা সকলে খুজ নিচ্ছি। কিন্তু
তাকে কোথাও পাওয়া যাচ্ছেনা। হারিয়েছে যাওয়ার সময় তার সাথে ২শ টাকা ছিল। তার
বয়স ১৫ বছর, গায়ের রং শ্যামলা এবং উচ্চতা ৫ফিট ১ইঞ্চি। গোলাপী রঙ্গের
পাঞ্জাবী ও সাদা রঙ্গের পায়জামা পরিহিত ছিল সে। যদি কোন সুহৃদয়বান ব্যক্তি
জোবায়েরের সন্ধান পান তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ
করা হলো। জোবায়েরের পিতা ইমান হোসেনের নাম্বার: ০১৭৪৬-৯২০৫৪৮।