কুমিল্লার
দেবিদ্বারে সরকারি জায়গায় পৌর আওয়ামীলীগ নেতার ডায়াগনস্টিক সেন্টারের
বিশ্রামঘরসহ নিউমার্কেট এলাকায় সড়কের দুই পাশের ফুটপাত দখল করা প্রায় দুই
শতাধিক দোকান-পাট উচ্ছেদ করেছেন দেবিদ্বার উপজেলা প্রশাসন।
মঙ্গলবার
(০৩ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা এই
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ
রায়হানুল ইসলামসহ স্থানীয় জনতা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সরেজমিনে
গিয়ে দেখা গেছে, দেবিদ্বার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কাশেমের
(চেয়ারম্যান) মালিকানাধীন ড্রীম ডায়গনস্টিক সেন্টারের জন্য গড়ে তোলা একটি
বিশ্রামঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এছাড়াও কুমিল্লা-সিলেট আঞ্চলিক
মহাসড়কের পাশে কাঁচা বাজার, গোসত বাজার, মাছ বাজার, পান বাজারসহ ফুটপাত দখল
করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমাণ দোকান-পাটে উচ্ছেদ অভিযান শুরু
করে উপজেলা প্রশাসন। প্রায় দুই ঘন্টা ধরে চলা উচ্ছেদ অভিযানে সরকারি খাস
জমিতে নির্মিত অবৈধ স্থাপনা শ্রমিক দিয়ে ভেঙে দখলমুক্ত করা হয়।
এ বিষয়ে
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা বলেন, যানজট নিরসন ও
পথচারীরা যাতে নির্বিঘ্নে ফুটপাত ব্যবহার করতে পারেন সে জন্য সরকারি জায়গায়
গড়ে উঠা অবৈধ স্থাপনা ও দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এমন
অভিযান নিয়মিত চলবে।