মো.
সাকিব।বয়স ১৪বছর।গায়ের রঙ কালো।বাবা রিকশা চালক খোরশেদ মিয়া।গ্রামের বাড়ি
বরুড়া উপজেলার ৪নং দক্ষিণ খোশবাস ইউনিয়নের ৫নং ওয়ার্ড হোসেনপুর ।বর্তমানে
তার পরিবার কুমিল্লা শুভপুর একটি বাসা ভাড়া নিয়ে থাকেন। দরিদ্র পরিবারের
সন্তান হওয়ায় অল্প বয়সেই সাকিব কুমিল্লা ২য় মুরাদপুর ইসমাইল এন্টার
প্রাইজে(মুদি দোকান) বেতন,থাকা-খাওয়ার সুবিধার বিনিময়ে দীর্ঘ ৬ বছর যাবৎ
কাজ করতো।সে গত ১১এপ্রিল, ২০২৪ তারিখ বিকাল ৪.৩০মিনিটে কুমিল্লা সিটি
কর্পোরেশনের ৬নং ওয়ার্ড শুভপুর গোমতীর আইলের নামায় তাদের ভাড়া বাসা থেকে
কর্মস্থল মুদি দোকানের উদ্দেশ্যে বের হয়ে যান।একদিন পর সাকিবের বাবা
সাকিবের কর্মস্থল মুদি দোকানে সাকিবকে দেখতে আসলে দোকানের মালিক জানান
সাকিব তার নিজের বাসার নাম বলে দোকান থেকে বের হয়ে যায়।পরে তার পরিবার
তাদের বাড়ি,আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত জন ও সম্ভাব্য স্থানে
খোঁজা-খোঁজি করে।কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি।এ বিষয়ে
সাকিবের বাবা বাদি হয়ে কুমিল্লা কোতয়ালী থানায় একটি অজ্ঞাত নামা মামলা
করেন।
বাবা খোরশেদ জানান,আমার পোলাডা মুরাদপুর একটা মুদি দোকানে ৬বছর
ধইরা কাম করতো।কোরবানির ঈদের পর পর হারাইয়া গেছে। অনেক জায়গায় খোঁজ করছি।
রেলস্টেশন থেকে শুরু করে আত্মীয় স্বজনের বাড়ি কোনডাই বাদ রাখি নাই।সকল
জায়গায় খুজছি।কোতোয়ালি থানায় মামলা করছি।কিন্তু ৭মাস অইছে অহন পর্যন্ত
পোলাডার কোনো খোঁজ পাইনাই