কুমিল্লায়
‘‘সংবিধান সংস্কার জেএসডি’র প্রস্তাবনা’’ শীর্ষক আলোচনা সভায় জেএসডি’র
সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, আমাদের দেশে গত ৫ আগস্ট এই
উপমহাদেশের শত বছরের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। বাংলাদেশে আড়াইশ
বছর ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশের ফ্যাসিবাদ স্বৈরশাসক ও উপনিবাসের
বিরুদ্ধে লড়াই সংগ্রাম হয়েছে। এ দেশের বীর ছাত্ররা যে অভ্যুত্থান রচনা
করেছে রাজনৈতিক ব্যক্তিত্বের বাহিরে গিয়ে তা উপমহাদেশের কোথাও দেখা যায়
নাই। এই সাহসের মধ্য দিয়ে বাঙ্গালী জাতি গত ১৫ বছরের দু:শাসন, নিষ্পেষণের
যাতাকলের পৃষ্ঠ ও লুণ্ঠণ, গুম, খুন হত্যাসহ অসহনীয় নাভিশ^াস থেকে মুক্তি
পেয়েছে। আওয়ামী দু:শাসন এই বাংলাদেশকে ভয়ভীতির বাংলাদেশে পরিণতি করেছিল।
তার বিরুদ্ধে জনগনের যে ক্ষুভ, বিক্ষোভ, বিদ্রোহ, প্রতিরোধের যে চেতনা সেই
থেকে আবু সাইদ মুগ্ধরা সাহসের সাথে লড়াই করে শেখ হাসিনাকে পালিয়ে যেতে
বাধ্য করেছে। তার আচরণে আমাদের অনেকের মনে হয়েছিল শেখ হাসিনা আজীবন
ক্ষমতায় থাকবে। তার মৃত্যু নেই, তার শেষ নেই। বাংলাদেশের জনগন তাকে হঠাতে
পারবেনা। কিন্তু এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, কৃষক, শ্রমিক মেহনতি মানুষ
রাজপথে দাড়িয়ে স্বৈরশাসনের বিরুদ্ধে যুদ্ধ করে এ দেশের মানুষকে একটি মুক্ত
পরিবেশে নি:শ^াস নেওয়ার একটি পরিবেশ তৈরি করে দিয়েছে। এজন্য ৫ আগস্টের বীর
শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করি। তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করি।
মঙ্গলবার ৩ডিসেম্বর কুমিল্লা মহানগরীর গর্জনখোলা আরামবাগ কুঠিরে প্রধান
অতিথির বক্তৃতায় জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এসব কথা
বলেন। এসময় উপস্থিত ছিলেন জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি ও জেএসডি’র
প্রতিষ্ঠাতা আসম আব্দুর রবের সহধর্মিনী মিসেস তানিয়া রব।
কুমিল্লা জেলা
জেএসডি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহনের সভাপতিত্বে ও
দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক এবং সম্পাদক পরিষদের সভাপতি
মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেএসডি’র কেন্দ্রীয়
কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহমিদা ববি, কেন্দ্রীয় কমিটির দপ্তর
সম্পাদক কামরুল হাসান অপু, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস ছোবহান, কুমিল্লা
জেলা জেএসডি’র যুগ্ম আহবায়ক মঞ্জুরুল কাদের মঞ্জু, জেলা কমিটির সদস্য
আব্দুল খালেক দুলাল, শিরিন আক্তার, আব্দুল করিম, রফিকুল ইসলাম প্রমুখ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইস্টার্ণ মেডিকেল
কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান শাহ মো: সেলিম, সাবেক ছাত্র নেতা কুমিল্লা
ভিক্টোরিয়া বিশ^বিদ্যালয় কলেজের জিএস গোলাম মহিউদ্দিন (লুডু), ঐক্য ন্যাপ
নেতা বশির আহমেদ, অজিত গুহ কলেজের সাবেক জিএস শহিদুল হাসান বাবুল ও বিভিন্ন
শ্রেনী পেশার নেতৃবৃন্দ।