বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
২১ অগ্রহায়ণ ১৪৩১
মেঘনায় তিন সহোদরসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,
যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ
কুমিল্লা প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১:১৬ এএম |

  মেঘনায় তিন সহোদরসহ  ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,

কুমিল্লার মেঘনায় অভিযান চালিয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত আপন তিন সহোদরসহ ৫ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। পরে তাদের দেয়া তথ্যে, বিপুল পরিমাণের মাদক, নগদ বাংলাদেশী টাকা ও ভারতীয় রুপি এবং মোবাইল ফোন জব্দ করা হয়। 
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে উপজেলার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামে বগাবাড়িতে এ অভিযান চালায় যৌথবাহিনী।
হোমনা,মেঘনা ও বাঞ্ছারামপুরের দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ওবায়দুল ও মেঘনা থানা ওসি আব্দুল জলিল সমন্বয়ে এ অভিযানে সেনাবাহিনীর ৪৫ ও পুলিশের ১২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নেন।
গ্রেফতারকৃতরা হলেন, মেঘনা লুটের চর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আলেক মিয়ার ছেলে মোহাম্মদ আলম,মোহাম্মদ আলী ও ইমাম হোসেন এবং একই গ্রামের বারেক মিয়ার মেয়ে হাসনারা ও আব্দুস সাত্তারের মেয়ে রাজিয়া বেগম।
মেঘনা থানার ওসি আব্দুল জলিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামের বগাবাড়িতে অভিযান চালানো হয়। এসময় বসত ঘরের কারের ভিতর থেকে গাঁজা ৬৪কেজি, ইয়াবা ২৬৪পিছ, নগদ অর্থ ১৫ হাজার ৪৯০টাকা, ভারত রুপি ১০০, মোবাইল ফোন ৭টিসহ ৫ মাদক কারবারিকে গ্ৰেফতার করা হয়। 
এদিকে, যৌথবাহিনীর অন্য আরেকটি অভিযানে খাইরুল ইসলাম নামে মাদক, ধর্ষণ ও অস্ত্র মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর জিয়ারকান্দি এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করে যৌথবাহিনী।
খাইরুল জিয়ারকান্দি এলাকার মোঃ হারুনের ছেলে। গ্রেপ্তারের পর তাকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।














সর্বশেষ সংবাদ
১৯ বছর পর কুমিল্লায় জামায়াতের কর্মী সম্মেলন
কুমিল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক খুন
কুমিল্লা সদরে জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী দ্বীন মোহাম্মদ
চান্দিনায় অবৈধ ৬ ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ
দাউদকান্দিতে নিষিদ্ধ পলিথিন জব্দ; মোবাইল কোর্টের অর্থদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভারতের পেয়াজ-রসুনের দিকে আমরা তাকিয়ে নেই: হাজী ইয়াছিন
দেবিদ্বারে আ.লীগ নেতার অবৈধ স্থাপনাসহ শতাধিক দোকান উচ্ছেদ
কুমিল্লায় আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে মহানগরী জামায়াতের মিছিল
এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে
কুমিল্লা থেকে জোবায়ের নিখোঁজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২