কেন্দ্রীয়
বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, ভারতের পেঁয়াজ রসুনের দিকে
আমরা তাকিয়ে নেই। আমরা অর্থের বিনিময়েই তাদের কাছ থেকে আমদানি করি। আমরা
আমদানি বন্ধ করে দিলে বরং তাদের কৃষকের রপ্তানি বন্ধ হয়ে যাবে।
আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে সকালে কুমিল্লা নগরীর বিএনপি
কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপি'র ত্রাণ ও
পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন। এ সময় উপস্থিত ছিলেন
কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা
টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল সহ অন্যান্যরা।
মিছিল
শেষে নগরীর কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে হাজী
আমিনুর রশিদ ইয়াসিন আরো বলেন, শেখ হাসিনা থাকাকালীন সময়ে ভারত বাংলাদেশকে
নিয়ে একটি অঙ্গরাজ্যের স্বপ্ন দেখছিল। শেখ হাসিনার পতনের পর পালিয়ে গেলে
তাদের সেই স্বপ্নভঙ্গ হয়ে যায়। তারা এখন চেষ্টা করছে আমাদের কেউ উস্কানি
দিয়ে বিশৃঙ্খলা তৈরি করে দুর্বল করার জন্য। কিন্তু এসব করে কোন লাভ হবে না।
বাংলাদেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্বের নামে কোন ধরনের ছাড় দেবে না।
এ
সময় বক্তারা আরো বলেন, আমরা কোন ধর্ম বিদ্বেষী নই- কিন্তু যারা ধর্মকে
ব্যবহার করে বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তাদেরকে অবশ্যই প্রতিহত
করতে হবে। কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যে প্রতিক্রিয়া দেখাচ্ছে
তা বাংলাদেশের জন্য সম্মানহানীকর। আমরা এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ
জানাই।