স্টাফ
রিপোর্টার: কুমিল্লা বুড়িচং উপজেলা বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
প্রার্থী হিসেবে হরিপুর গ্রামের তরুণ ব্যবসায়ী আরিফুল ইসলাম সুমন কে সমর্থন
করল হরিপুর গ্রামের সর্বস্তরের মানুষ। গত ৩ ডিসেম্বর রাত আটটায় হরিপুর
গ্রামের সর্বস্তরের মানুষ কে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গ্রামের দক্ষিণ
পাড়ায়। মতবিনিময় সভায় হরিপুর গ্রামের পাশাপাশি জরুইন, যদুপুর গ্রামের জনগণ
উপস্থিত ছিলেন।
হরিপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন,
আমরা এবার আরিফুল ইসলাম সুমন কে নিয়ে মাঠে নেমেছি । আগামীতে যখন ইউনিয়ন
পরিষদের নির্বাচন হবে। নির্বাচনে আমাদের গ্রামের প্রার্থী হিসেবে আরিফুল
ইসলাম সুমন কে প্রার্থী হিসেবে হরিপুর গ্রামের সবাই চায় । গ্রামের মানুষের
একটাই কথা এবার হরিপুর গ্রামে চেয়ারম্যান চাই। আমরা বার বার অন্যদের দেই।
কিন্তু এবার হরিপুর গ্রামের যোগ্য প্রার্থী আরিফুল ইসলাম সুমন। তার হাতকে
শক্তিশালী করার জন্য আমি সবার কাছে সমর্থন চাই।
৬নং ওয়ার্ড বিএনপি নেতা
লিটন চৌধুরী বলেন, আরিফুল ইসলাম সুমন কে নিয়ে মাঠে কাজ করলে। আমরা ভালো
একটা ফলাফল নিয়ে ঘরে ফিরতে পারব। সে তরুণ প্রজন্মের প্রার্থী। তার মাঝে
তারুণ্য আছে। সে মানুষের জন্য কাজ করবে।
তিনি আরো বলেন, আরিফুল ইসলাম
সুমন সমাজের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বন্যার সময় অসহায় মানুষের
পাশে দাঁড়িয়েছিলেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে সহায়তা করেছেন। আমরা হরিপুর
গ্রামের সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আরিফুল
ইসলাম সুমন কে চেয়ারম্যান বানাতে পারব ইনশাল্লাহ।
হরিপুর দক্ষিণ জামে
মসজিদের খতিব মাওলানা রবিউল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক ও বুড়িচং সদর ইউনিয়ন
পরিষদের সাবেক চেয়ারম্যান পূর্ণমতি গ্রামের জাবেদ কাউসার সবুজ, বুড়িচং
প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল
মান্নান, লিটন চৌধুরীসহ সর্বস্তরের জনগণ ।
প্রধান অতিথির বক্তব্যে
বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ কাউসার সবুজ বলেন, আরিফুল
ইসলাম সুমন একজন ভালো মানুষ। তরুণ সমাজ সেবক। তার উপর আস্থা রাখা যায়। সে
যদি কাজ করে এলাকার মানুষ তাকে বেছে নিবে বলে আমি আশা করছি। মানুষের সেবা
করার মন মানসিকতা তার আছে।
তিনি আরো বলেন, আমার পূর্নমতি গ্রামের মানুষের সাথে কথা বলব। তাদের মতামত নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
কুমিল্লা
দক্ষিণ জেলা যুবদলের সদস্য আরিফুল ইসলাম সুমন মতবিনিময় সভায় বলেন, আমি
আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আপনারা আমার অভিভাবক। আপনারা
যেই নির্দেশনা দিবেন। সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব ।
তিনি আরো বলেন,
আমাদের হরিপুর গ্রামে কখনো চেয়ারম্যান নির্বাচিত হয়নি। আমরা বারবার
পূর্নমতি গ্রামের প্রার্থী কে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছি । এবার
আমরা উনাদের কাছে চাইবো। উনারা যেন আমাদের গ্রামের প্রার্থী কে সমর্থন
করেন। উনারা অতীতে কথা দিয়েছিলাম। আশা করি উনারা কথা রাখবেন।
তিনি আরো
বলেন, কিছুদিন আগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছি। আমি হরিপুর
গ্রামের সর্বস্তরের মানুষের কাছে কৃতজ্ঞ। তারা আমাকে অনেক ভালোবাসে। তারা
সবাই আমাকে যেভাবে সমর্থন জানিয়েছে। ইনশাআল্লাহ আমি আগামীতে হরিপুর গ্রামের
মানুষের কল্যাণে কাজ করে যাব । পাশাপাশি বুড়িচং সদর ইউনিয়নের সকল গ্রামের
মানুষের কল্যাণে কাজ করতে চাই ।