১৯৭১
সালে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিকামী জনতা ৮ ডিসেম্বর
কুমিল্লাকে মুক্ত করে। এই দিবসকে স্মরণ রেখে প্রতি বৎসরের ন্যায় ইস্টার্ন
মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নব প্রজন্মকে স্বাধীনতার চেতনায় মানব সেবার ব্রত
নিয়ে যথাযোগ্য মর্যাদায় ‘‘কুমিল্লা মুক্ত দিবস’’ পালন করে আসছে। তারই
ধারাবাহিকতায় আগামী ৮ ডিসেম্বর রবিবার ‘‘কুমিল্লা মুক্ত দিবস” উদযাপন
উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে সকাল ৬টায়
জাতীয় পতাকা ও কলেজের পতাকা উত্তোলন, সকাল ১০টায় কুমিল্লা মুক্ত দিবসের
বর্ণাঢ্য বিজয় র্যালী, সকাল সাড়ে ১০টায় কলেজে স্থাপিত ‘‘শাণিত’৭১” বিজয়
মঞ্চে পুষ্পস্তবক অর্পন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও কুমিল্লা মুক্ত
দিবসের আলোচনা সভা এবং বাদ যোহর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর
মুক্তিযোদ্ধা ও শহীদদের জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত
কর্মসূচীকে সাফল্যমন্ডিত করতে ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ
রুহিনী কুমার দাস অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন
ডাক্তার, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে যথাসময়ে সকল কর্মসূচীত
অংশ্রগহণের আহ্বান জানান।