ব্রাহ্মণপাড়া
থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে
মাদক কারবারি উজ্জল হোসেন ও আনোয়ার হোসেন প্রকাশে সুমন কে গাঁজা ও ইয়াবাসহ
গ্রেপ্তার করে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৪
ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া থানার এস আই আনিসুর রহমান ও এএসআই সামছু
উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তবর্তী
শশীদল এলাকা থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা সহ তাদের গ্রেপ্তার
করে।
গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার চর বড়বিলা গ্রামের মৃত
মোস্তফা মিয়ার ছেলে উজ্জল হোসেন (৩৩) এর হেফাজত থেকে সাড়ে ৫ কেজি গাঁজা ও
একই এলাকার মৃত্যু ফয়েজ উদ্দিন এর ছেলে আনোয়ার হোসেন প্রকাশ সুমন (৩৮) এর
হেফাজত থেকে ১০০ পিছ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।
এ ব্যাপারে
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন গ্রেপ্তারকৃত
দুই আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তাদের
বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।