নিজস্ব
প্রতিবেদক: ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ ছড়াবে না বিদ্বেষ’- এই স্লোগানে কুমিল্লায়
ধর্মীয় সম্প্রীতি র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)
সকালে কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় আয়োজিত এই র্যালিতে অংশ
নেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ। কুমিল্লা
জেলা পুলিশের আয়োজনে র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার থেকে -
জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত হয়
আলোচনা সভা। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লার সহকারী পুলিশ
সুপার (সদর দক্ষিণ সার্কেল) এ কে এম ইমরানুল হক মারুফ, কোটবাড়ি নব শালবন
বিহারের অধ্যক্ষ শীল ভদ্র মহাথের, বিজয়পুর কেন্দ্রীয় মন্দিরের সেবায়েত
হরিভূষণ পাল, মুফতি মো. শহিদুল্লাহ, সনাতনী ধর্মালম্বী নিহার দত্ত, বৈষম্য
বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, সদস্য
শরিফুল ইসলাম রাকিব সহ অন্যান্যরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।
র্যালিতে
অংশ নেয়া কোটবাড়ি নব শালবন বিহারের অধ্যক্ষ শীল ভদ্র মহাথের বলেন, আমরা তো
কোন অশান্তিতে নেই। সব কিছুই সাধারণ ভাবেই আছে-চলছে।
সনাতনী
ধর্মালম্বী নিহার দত্ত বলেন, ‘আমাদের বাবা, দাদা, চাচারা যেভাবে মিলেমিশে
এদেশে একসাথে ছিলেন- আমরাও সেভাবেই থাকতে চাই। আমাদের সনাতনীদের তো এখানে
কোন ঝামেলা সমস্যা দেখছি না। আমাকে যদি আমার কোন বন্ধুর নাম বলতে বলে সবার
আগে মুসলমান বন্ধুর নামটাই আসে। তাই আমরা আগামীতেও ঐক্যবদ্ধ হয়েই থাকবো -
তারা আমাদের কি চাইল সেটা পরে দেখার বিষয়।
মুফতি মো. শহিদুল্লাহ বলেন,
আমরা ধর্মীয়ভাবে ঐক্যবদ্ধ আছি। কিন্তু আগরতলায় যেভাবে আমাদের পতাকার
অবমাননা করা হলো আমরা সবাই এর তীব্র নিন্দা জানাই।
সভায় প্রধান অতিথির
বক্তব্যে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম
ইমরানুল হক মারুফ বলেন, কুমিল্লায় ধর্মীয় শান্তি ও সম্প্রীতি বজায় রয়েছে।
কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আশা করছি সামনেও ঘটবে না। কোন ধরনের
বিশৃঙ্খলা তৈরি করলে পুলিশ সবসময় শান্তিপ্রিয় সাধারণ মানুষের পাশেই থাকবে।