আজ কুমিল্লায় আসছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে
ইসলামী কুমিল্লা মহানগরীর কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য
দিবেন। আজ ৬ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে কুমিল্লা টাউন হল মাঠে এ
সম্মেলন অনুষ্ঠিত হবে। জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা
মহানগরের আমীর কাজী দীন মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা
সাবেক এমপি ও কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মু তাহের।
অতিথি
হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি
জেনারেল মাওলানা এ টি এম মাসুম, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী
পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব, সাবেক চাকসু ভিপি ও কেন্দ্রীয় কর্ম পরিষদ
সদস্য এডভোকেট জসিম উদ্দিন সরকার, কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর মু.
মোছলেহ উদ্দিন ও এ কে এম এমদাদুল হক মামুন।
এদিকে দীর্ঘ ১৯ বছর পর
অনুষ্ঠিত হতে যাওয়া কর্মী সম্মেলনকে ঘিরে সাজ সাজ রব বিরাজ করছেন জামায়াতে
ইসলামীর নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে। এর মধ্যে কর্মী সম্মেলনের একদিন আগেই
প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। নগরীর প্রাণ কেন্দ্র টাউন হল মাঠে সাজানো
হয়েছে বিশাল প্যান্ডেল। এছাড়াও নারী সমর্থকদের জন্য আলাদাভাবে কুমিল্লা
কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্যান্ডেল ও এলইডি স্থাপন করা হয়েছে। জামায়াতের
কুমিল্লা মহানগরী জেলা শাখার নেতৃবৃন্দ বলছেন, জনমানুষের উপস্থিতিতে কর্মী
সম্মেলনটি বিশাল জনসভায় রূপ নিবে।
এদিকে জামায়াতে ইসলামীর কর্মী
সম্মেলনকে সামনে রেখে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লায় মহানগর শাখা। বুধবার
(৪ ডিসেম্বর) কান্দিরপাড় টাউন হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে
সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা
মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ ।
সংবাদ সম্মেলনে আমীর কাজী দ্বীন
মোহাম্মদ বলেন, ‘দীর্ঘ ১৯ বছর পর আগামী শুক্রবার আমাদের কর্মী সম্মেলনে
হাজার হাজার কর্মী যোগ দিবেন। আমরা এ সম্মেলনে প্রশাসন ও সাংবাদিকসহ সকলের
সহযোগিতা কামনা করছি।’