কিংসকে হারিয়ে প্রতিশোধ নিলো দশ জনের মোহামেডান। কাগজে-কলমে মোহামেডানের চেয়ে ভালো দল কিংস। সেই কিংস দশ জনের মোহামেডানকে হারাতে পারেনি। ১-০ গোলের জয় পায়েছে মোহামেডান।
গতকাল (শুক্রবার) ছুটির দিনে বাংলাদেশের ক্লাব ফুটবলের দুই জায়ান্ট দলের খেলা দেখতে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এসেছিলেন দুই দলের সমর্থকরা । ঢাকা থেকে বাসযোগে হাজারো মোহামেডান সমর্থক এসেছে প্রিয় দল মোহামেডানের সমর্র্থনে।
মোহামেডানের গোলের পর গ্যালারিতে উৎসব শুরু করে সমর্থকরা। বসুন্ধরার সমর্থক আনুপাতিক হারে কম থাকলেও সমর্থন যোগিয়েছেন বেশ। গ্যালারিতে দুই দলের সমর্থকদের রং ছুড়তে দেখা গেছে।
২৪ মিনিটে ডি-বক্সের বাইরে রাকিব কে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলকিপার সুজন হোসেন। তার পরিবর্তে নামানো হয় রিজার্ভ কিপার সাকিব আল হাসান কে। পুরো ম্যাচেই দুর্দান্ত কিছু সেইভ করেছেন সাকিব। ৭০ মিনিটেরও বেশি সময় দশ জন নিয়ে খেলেছে মোহামেডান। সোলেমান দিয়াবাতের একমাত্র গোলে ১০ জনের দল নিয়েও শেষ পর্যন্ত বসুন্ধরা কিংস কে হারালো মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ব্যাবধান বারানোর সুযোগ থাকলেও পেনাল্টি মিস ও রাহিম উদ্দিনের মিসে ১ গোলের লীড নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সাদাকালোদের।
নতুন মৌসুমের প্রথম দেখায় হেরেছিল মোহামেডান। কুমিল্লার ধর্মসাগরের পারে ধীরেন্দ্রনাথদত্ত স্টেডিয়ামে সেই হারের প্রতিশোধ টাই যেন নিলো আলফাজ আহমেদের শিষ্যরা
মৌসুমের প্রথম টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপে মোহামেডান এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরেছে। ঐ ম্যাচে কিংসের সমর্থকরা রং ছোড়ায় খেলা বন্ধ ছিল মিনিট দশেক। এরপর খেলা শুরু হলে মোহামেডান আর খেলায় ফিরতে পারেনি।
মোহামেডান সেই হারের শোধ নিয়েছে আজ। বসুন্ধরা কিংস গত লিগেও মোহামেডানের কাছে হেরেছিল। মোহামেডান লিগের প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। কিংসের সমান ম্যাচে ৩ পয়েন্ট।
২০১৮ সালে বসুন্ধরা কিংস ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তরে আসার পর শিরোপা দ্বৈরথ ছিল ঢাকা আবাহনীর সঙ্গে। ঢাকা আবাহনীর চেয়ে মোহামেডানই কিংসকে বেশি পরাজিত করেছে লিগ-টুর্নামেন্ট মিলিয়ে।