মহান
বিজয় দিবস উপলক্ষ্যে কুমিল্লায় চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ
অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কাজী ফাউন্ডেশন ও শিল্প গড়ার কারিগর এর
আয়োজন ও কুমিল্লা সিটি কর্পোরেশন অংকন শালার সহযোগীতায় এই প্রতিযোগিতায়
অংশ গ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট কলামিস্ট
মাসুক আলতাফ চৌধুরী, বর্তমান সভাপতি কাজী এনামুল হক ফারুক, কাজী
ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হোসেন পলু, বাংলাদেশ কলেজ শিক্ষক
সমিতির যুগ্ন মহা সচিব অধ্যাপক মোঃ সারোয়ার জাহান দোলন, ঐতিহ্য কুমিল্লার
প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ইমরুল, বিশিষ্ট শিশু সংগঠক ও ইনকিলাব মঞ্চের
আহবায়ক গোলাম মুহা. সামদানীসহ অন্যান্যরা। অনুষ্ঠান উপস্থাপন করেন
অংকনশালার প্রিন্সিপাল শাহীন আলম। চিত্রাংকন শেষে তিনটি গ্রুপে
শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।