কুমিল্লার
মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এক কেজি গাঁজাসহ তারু মিয়া ও মেহেদী
হাসান বাবু নামে দুই মাদক ব্যবসায়ী আটক করেন যৌথ বাহিনী। শুক্রবার আনুমানিক
দুপুর সাড়ে ১২টায় মুরাদনগর উত্তরপাড়া বাংলালিংক টাওয়ারের পাশে লালু মিয়ার
বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী তারু মিয়া (৬০)
মুরাদনগর সদরের উত্তর পাড়ার মৃত লালু মিয়ার ছেলে ও মেহেদী হাসান বাবু (১৯)
ধামঘর ইউনিয়ন পরমতলা গ্রামের আব্দুর রহিমের ছেলে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা
গ্রহণের জন্য ধৃত আসামিদের মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়।
দেবিদ্বার
ও মুরাদনগর উপজেলার ৩৮ বীরের মেজর নাজিউর রহমান এর নির্দেশনায় অভিযান
পরিচালনা করেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ এনামুল। সহযোগী হিসেবে ছিলেন,
লেন্স কর্পোরাল ফিরোজ ও লেন্স কর্পোরাল শামীমসহ সঙ্গীয় ফোর্স।
৩৮
বীরের সিনিয়র ওয়ারেন্ট অফিসার এনামুল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা
জানতে পারি, মুরাদনগর উপজেলার সদর এলাকায় উত্তরপাড়া লালু মিয়ার বাড়িতে একজন
চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তখন আমি আমার
সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী তারু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করি। এ
সময় তার বসত ঘর থেকে মাদক ব্যবসায়ী তারু মিয়া ও মেহেদী হাসান বাবুকে আটক
করি। তখন তার নিজ বসতঘর থেকে ছোট ছোট কাগজে মোড়ানো এক কেজি পরিমাণ গাঁজা
পাই।
স্থানীয়রা জানায়, তারু মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করেন। তার
কারণে এলাকার যুবক সমাজ মাদকাসক্ত হয়ে পড়েছে। বিভিন্ন জায়গা থেকে দিনরাত
মাদক নিতে মানুষ আসে। এই মাদক ব্যবসায়ীর কারণে এলাকায় চুরি ডাকাতি বেড়েছে।
তার বিরুদ্ধে একাধিক মামলাও আছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জানাই।
মুরাদনগর থানার ওসি মাহবুবুল আলম বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ধৃত মাদক ব্যবসায়ীদের শনিবার আদালতে সোপর্দ
করা হবে।