কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মহারং এলাকার একটি বাসা থেকে মোটরসাইকেল চুরিকালে মো. শুভ (২২) নামে এক চোরকে আটক করেছে এলাকাবাসী।
শুক্রবার
(৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ড মহারং মায়াকানন
আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। হোন্ডা চুরি চেষ্টাকালে আটক যুবক মো.
শুভ মহারং এলাকার খোকন মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে হুন্ডা চুরির
সরঞ্জামসহ কয়েকটি চাবি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, মহারং মায়াকানন
এলাকার একটি বাসায় ঢুকে মোটরসাইকেল চুরির চেষ্টা করে। এসময় ওই বাসার এক
নারী দেখে চিৎকার দিলে আসপাশের লোকজন তাকে আটক করে বৈদ্যুতিক খুটির সাথে
বেঁধে গণধোলাই দেয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক
করে থানায় নিয়ে আসে। এর আগেও ওই যুবক একাধিক মোটরসাইকেল চুরি করেছে বলে
জানায় স্থানীয়রা।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নাজমূল
হুদা জানান, চুরির সাথে তার সম্পৃক্ততা যাচাই বাছাই করা হচ্ছে। তদন্ত
সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে আলফা এগ্রো লিমিটেড নামের একটি
কোম্পানীতে চাকুরীকরা আব্দুর রাজ্জাক নামের একটি ব্যক্তি জানান, চলতি
বছরের ১৫জুন বাসার সামনে থেকে আমার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে
যায়। যার সিসি টিভি ফুটেজের সাথে আটক হওয়া শুভর সম্পূর্ণ মিল রয়েছে।