চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার
এলাকায় আন্ডার পাস নির্মাণের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে
শিক্ষার্থী এবং এলাকাবাসী। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন
বাজারের ব্যবসায়ীরা। রোববার দুপুরে মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা
দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, উজিরপুর
ইউপির সাবেক চেয়ারম্যান আবদুস সোবহান, মিয়াবাজার কলেজের জসিম উদ্দিন,
উজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদার রুবেল,
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,
সামছুল আলম, উপজেলা শ্রমিকদল নেতা কামাল হোসেন মিয়াজী, আবু হানিফ,
মিয়াবাজার মোবাইল এসোসিয়েশনের সভাপতি মোঃ জনি, ব্যবসায়ী নেতা সোহেল হাজারী,
উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এ
সময় মিয়াবাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী ফারজানা আক্তার, সুমাইয়া আক্তার,
ফাহাদ ইসলাম, ইকরাম হোসেনসহ বাজারের ব্যবসায়ী, পথচারী, বিভিন্ন রাজনৈতিক ও
সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক একটি ব্যবস্তম সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত
যানবাহন যাতায়াত করে। মিয়াবাজার ডিগ্রি কলেজ, মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ
বিদ্যালয়, মিয়াবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, কয়েকটি কিন্ডার গার্টেনের
শিক্ষার্থীসহ সাধারণ মানুষ সড়ক পারাপার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।
সম্প্রতি মিয়াবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনা বেশি ঘটেছে। তাই,
সড়ক দুর্ঘটনা রোধে মিয়াবাজার এলাকায় একটি আন্ডার পাস নির্মাণের জোর দাবি
জানাচ্ছি।