কুমিল্লার হোমনায় সমস্ত বাসীর স্মরণে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ২য় বার্ষিক ইসলামি স্ন্নুী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের মহিষমারী মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে শনিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত এ মহতি মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে
উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ
নুরুজ্জামান মিন্টু'র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন,
সারা জাগানো ইসলামী বক্তা বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আলহাজ্ব হযরত মাওঃ
মুফতী মাসুদুর রহমান হামিদি।
দেশ ও প্রবাসের সকল মুক্তিকামী ও
কবরবাসীদের স্মরণে আখেরী মোনাজাত পেশ করেন, মহিষমারী সূফী দরবার শরীফের পীর
কেবলা আলহাজ্ব হযরত মাওঃ মহিউদ্দিন সূফী আল ক্বাদরী হানাফি (মাঃ জিঃ আঃ)।
এছাড়াও
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন, বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আলহাজ্ব
হযরত মাওঃ মুফতী হাসান সিরাজী, মহিষমারী সিদ্দিকিয়া দরবার শরীফের পীর কেবলা
হযরত মাওঃ মোঃ মনিরুদ্দিন খন্দকার, মধ্যপাড়া গাউসুল আযম জামে মসজিদের ঈমাম
মোঃ ইউনুস আলী-কাদেরী, পূর্বপাড়া পীর মাহমুদ সূফী (রহঃ) জামে মসজিদের ঈমাম
মাওঃ ফয়সাল আহমাদ, পশ্চিমপাড়া জামে মসজিদের ঈমাম মোঃ জালাল উদ্দিন ও কাজী
বাড়ী জামে।মসজিদের ঈমাম মোঃ ইউসুফ আলী আল-কাদেরী।
এসময় অনেকের মধ্যে
উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির ক্যাশিয়ার মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া, বিশিষ্ট
সমাজ সেবক মোঃ হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনির হোসেন মোল্লা,
সাংবাদিক এমএ কাশেম ভূঁইয়া, মালয়েশিয়া প্রবাসী মোঃ বাছির ভূঁইয়া, মোঃ রাজিব
ও বিশিষ্ট ব্যবসায়ি মোঃ আল মামুন প্রমুখ।