বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
১২ পৌষ ১৪৩১
২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা-
কুমিল্লার কাগজ সাহসিকতার সাথে কুমিল্লার মানুষের কথা বলে
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ২:৫৪ এএম |

কুমিল্লার কাগজ সাহসিকতার সাথে  কুমিল্লার মানুষের কথা বলে
নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠার পর থেকে দৈনিক কুমিল্লার কাগজ সাহসিকতার সাথে কুমিল্লার মানুষের কথা বলে। বিগত দিনগুলোতে রাজনৈতিক কু-প্রভাব ও প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েও সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থেকে দায়িত্বশীল সংবাদ মাধ্যমের ভূমিকা পালন করছে কুমিল্লার কাগজ। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণ-অভ্যুত্থানে সত্য প্রকাশে দৈনিক কুমিল্লার কাগজের ভূমিকা ছিলো অনস্বীকার্য। কুমিল্লার সর্বাধিক জনপ্রিয় পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক এবং কলা-কুশলীরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়িত্বপালনেও অগ্রগামী বলে মন্তব্য করেছেন কুমিল্লার বরেণ্য ব্যক্তিত্বগণ।
গতকাল দৈনিক কুমিল্লার কাগজের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। রবিবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল অডিটরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে কেক কেটে উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) পঙ্কজ বড়ুয়া। 
অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম হৃদয় ও ব্যবস্থাপনা সম্পাদক শাহিনুর নাহার। 
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রাঞ্জল বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, সাবেক পুলিশ সুপার মালেক খসরু, কুমিল্লার কাগজ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক শান্তির রঞ্জন ভৌমিক, কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর গোলাম মোস্তফা, সচেতন নাগরিক প্রতিনিধি আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমিরুজ্জামান আমির, মহানগর জামায়াতের সেক্রেটারি মোঃ মাহবুবুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম ফারুক, এবি পার্টি কুমিল্লা জেলা কমিটির আহবায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরি, সাবেক সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ পারভেজ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া, ফয়জুন্নেসা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনজুরুল আজিম পলাশ, কুমিল্লা টাউন হলের এড হক কমিটির সদস্য সাজ্জাদুল কবির সাজ্জাদ, মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, মহানগর জামায়াতের প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেল, এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম সামদানী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা আহ্বায়ক সাকিব হোসাইন, সদস্য সচিব জিয়া মোহাম্মদ রুবেল হুসাইন, কুমিল্লা মহানগর আহবায়ক আবু রায়হান ও সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হাসান।
মাল্টিমিডিয়া রিপোর্টার কাজী রাফি শামসের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক কুমিল্লার কাগজের উপ সম্পাদক জহির শান্ত। 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন, প্রফেসর আনোয়ারুল হক, ড. আলী হোসেন চৌধুরী, অধ্যাপক সমীর মজুমদার, ন্যাপ নেতা বশির আহমেদ, বিশিষ্ট সাংবাদিক ওমর ফারুকী তাপস, নজরুল ইসলাম দুলাল, মাহবুবু আলম বাবু, বাহার রায়হান, নাসির উদ্দিন চৌধুরী, মাহফুজ নান্টু, সুমন কবির, বিএম মহিউদ্দিন মন্টি, জাহিদ হাসান, ব্রাহ্মণপাড়া থেকে আসা সাংবাদিক আতাউর রহমান মিহির, চান্দিনা থেকে আসা সাংবাদিক জাকির হোসেন, পাঠক ঠাকুর জিয়া উদ্দিন আহমেদ, কুমিল্লা ক্লাবের এড হক কমিটির সদস্য ফরহাদ আখতার মোঃ শাহরিয়ার, পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, জেলা ক্রিকেট দলের সাবেক সদস্য রফিকুল ইসলাম সোহেল, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, সাবেক কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, লেখক অধ্যাপক শাহিন শাহ, আইনজীবী তাপস চন্দ্র সরকার, আইনজীবী মোঃ জাকির হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, মহানগর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক খন্দকার কামরুল হাসান টিপু । 
আলোচনা সভা শেষে গান পরিবেশন করেন বিশিষ্ট গায়ক ইকরাম মোস্তাফিজ পপলু।
অনুষ্ঠানে কুমিল্লার কাগজ পরিবারের সদস্য দিবানুর নাহার রজনী, সাহিত্য সম্পাদক কাজী মোঃ আলমগীর, অনলাইন ইনচার্জ কাজী শামীম, প্রধান প্রতিবেদক তানভীর দিপু, যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন, ইসরাত জাহান ইমা,নমাল্টিমিডিয়া এডিটর আনিসুর রহমান, স্টাফ ফটোগ্রাফার সজিব ভুইয়া, ভিডিও জার্নালিস্ট আলমগীর কবির, স্টাফ রিপোর্টার বশিরুল ইসলাম, সার্কুলেশন ম্যানেজার মোশাররফ হোসেন, অফিসের স্টাফ মেহেদী হাসান ও জহির হোসেন রনি উপস্থিত ছিলেন।
বিভিন্ন উপজেলা থেকে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে আসা প্রতিনিধিরা হলেন লাকসাম স্টাফ রিপোর্টার সৈয়দ মুজিবুর রহমান দুলাল, বরুড়া প্রতিনিধি ইলিয়াস আহমেদ, চৌদ্দগ্রাম স্টাফ রিপোর্টার মজিবুর রহমান বাবলু, চান্দিনা বিশেষ প্রতিবেদক রণবীর ঘোষ কিং কর, সদর দক্ষিণ স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমান, ব্রাহ্মণ পাড়া প্রতিনিধি ইসমাইল নয়ন, বুড়িচং প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, দাউদকান্দি স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন, দেবিদ্বার প্রতিনিধি শাহীন আলম, হোমনা প্রতিনিধি এম এ কাশেম ভূঁইয়া, লাকসাম প্রতিনিধি আব্দুর রহিম, মনোহরগঞ্জ স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির মানিক, লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদার, চৌদ্দগ্রাম প্রতিনিধি এমদাদ উল্লাহ । 
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কুমিল্লার কাগজ সম্পাদক।




















সর্বশেষ সংবাদ
কুমিল্লা আসছেন সিইসি
৭ দিনের রিমান্ডে আকাশ মণ্ডল
মাস্টারের প্রতি ক্ষোভের জের ধরেই জাহাজে সাত খুন
দীর্ঘ তের বছর পর ২৮ ডিসেম্বর দেশে ফিরছেন কায়কোবাদ
খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের আসামি বিপ্লব আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডাকাতদের টার্গেট প্রবাসীর বাড়ি
কুমিল্লার লাকসামে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ; ককটেল বিস্ফোরণ
কুমিল্লা আসছেন সিইসি
চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাকে লাঞ্চিতের ঘটনায় আটক ৫
দীর্ঘ তের বছর পর ২৮ ডিসেম্বর দেশে ফিরছেন কায়কোবাদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২