শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
৭ পৌষ ১৪৩১
বিজয় দিবসের অঙ্গীকার
জুলফিকার নিউটন
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৪ এএম |

 বিজয় দিবসের অঙ্গীকার
আজ থেকে ৫৩ বছর আগে এ মাসেই আমরা পাকিস্তান নামক এক অশুভ শক্তিকে পরাজিত করে বিজয় অর্জন করেছিলাম। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধটা কিন্তু হঠাৎ করেই শুরু হয়নি। এই যুদ্ধ ছিল আমাদের দীর্ঘ দিনের রাজনৈতিক আন্দোলন, স্বাধিকার ও স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার সংগ্রামের চুড়ান্ত পরিণতি। এই সংগ্রাম শুরু হয়েছিল ১৯৪৮ সালের ভাষা আন্দোলনের সূত্র ধরে। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এ দেশে এক নবজাগরণ বা রেনেসাঁর সূচনা হয়েছিল। উন্মেষ ঘটেছিল এক নতুন বাঙালি চেতনার। এই চেতনা প্রতিফলিত হয়েছিল আমাদের রাজনীতিতে।
বস্তুত ১৯৪৮ সালের পর থেকে আমাদের রাজনীতির মূল ধারার চরিত্রছিল ধর্মনিরপেক্ষতা বা সেক্যুলার রাজনীতি। আমাদের বেশির ভাগ রাজনৈতিক নেতা, যেমন শেরে বাংলা এ কে ফজলুল হক , হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এমন কি  অধ্যাপক মোজাফ্ফর আহমদ পর্যন্ত জননেতারা উপলব্ধি করতে শুরু করেছিলেন যে ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা পরস্পরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। পাকিস্তানের মুসলিম লীগ সরকারের স্বৈরাচারী শাসন এবং বৈষম্যমূলক নীতির প্রতিবাদ করে মওলানা ভাসানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো বেশ কয়েকজন বাঙালি নেতা মুসলিম লীগ থেকে বেরিয়ে এসে আওয়ামী মুসলিম লীগ নামে এক নতুন রাজনৈতিক দল গঠন করনে। পরবর্তী সময়ে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে সংগতি রেখে এই দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে দলটিকে একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলে রূপান্তরিত করা হলো।
১৯৭০ সাল নাগাদ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের জাতীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃতি লাভ করেছিলেন সমগ্র বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে। বঙ্গবন্ধুর সম্মোহনী নেতৃত্বে বাংলাদেশের সব শ্রেণি পেশার, সব সম্প্রদায়ের মানুষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান এক ঐক্যবদ্ধ বাঙালি জাতিতে পরিণত হয়েছিল, যা আগে কখনো হয়নি। ১৯৪৮ সালের ভাষাআন্দোলন চুড়ান্ত পরিণত লাভ করেছিল ১৯৭১ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। আজকের স্বাধীন বাংলাদেশ এই মুক্তিযুদ্ধের ফসল। 
স্বাধীনতা একটি বোধ, একটি প্রত্যয়, একটি বিশ্বাস এবং আনন্দের অভিব্যক্তি। স্বাধীনতা শব্দটির ব্যাখ্যা করা খুব কঠিন। আমরা নিজের অবস্থাকে সুস্পষ্ট করে বিচার করবার এবং জানবার অধিকারকে কি স্বাধীনতা বলব? না স্বাধীনতাকে ইচ্ছার প্রতিরূপ হিসাবে ধরব, যে ইচ্ছা আমাকে স্বাধীনভাবে বিচরণ করতে সাহায্য করে এবং আমাকে আমার অবস্থান থেকে অন্য কোথাও নিয়ে যায় না। আফ্রিকার একজন নিগ্রো কবি ‘স্বাধীনতা নামে একটি কবিতা লিখেছেন। কবিতাটিতে তিনি লিখেছেন: ‘স্বাধীনতার মতো মধু আর পৃথিবীতে নেই। স্বাধীনতার দিনটি এমন একটি দিন যখন একজন মানুষ নদীর তীরে গিয়ে দাঁড়ায় এবং বিলম্বে কর্মে ফিরে আসার জন্যে তিরস্কৃত হয় না, স্বাধীনতা হচ্ছে এমন একটি অবস্থা যখন একজন মানুষ নিজের আগ্রহের বশংবদ, স্বাধীনতা হচ্ছে এমন একটি অবস্থা যখন মানুষ ঘুম থেকে উঠে অন্য একজন মানুষের খামারে কাজ করতে যায়না, স্বাধীনতা হচ্ছে এমন একটি অবস্থা যখন মানুষ নিজের কৃষি ক্ষেতে শস্য বপন করে। গাছের পাতায় সকাল বেলা যখন শিশির জমে সে শিশির মাড়িয়ে যে মানুষটি তার কৃষি ক্ষেতে যায় এবং সন্ধ্যা নামা পর্যন্ত নিজের ইচ্ছায় ক্ষেতে কাজ করতে থাকে সে মানুষটি হচ্ছে স্বাধীন এবং নিজস্ব আগ্রহের অধীন। যে কবি এই গাঁথাটি রচনা করেছেন তার নাম আদে বায়ো ফালোতি। ইনি নাইজেরিয়ার ‘য়ুরোবা’ অঞ্চলের কবি। যেহেতু তিনি কৃষ্ণ আফ্রিকার অন্ধকারের পরিপ্রেক্ষিতকে ভুলতে পারছেননা, তাই তার কাছে স্বাধীনতার অর্থ হচ্ছে অন্ধকার থেকে আলোকে বিনির্গমন, বন্ধনদশা থেকে মুক্ততায় স্থিতিলাভ এবং হিংসা ও যন্ত্রণা থেকে এক প্রকার নিজস্বতায় আগমন। আফ্রিকার মানুষ যেভাবে স্বাধীনতার কল্পনা করেছে, অন্যকোনো দেশের মানুষ সেভাবে স্বাধীনতার ব্যাখ্যা দেয়নি। আফ্রিকার কবি নদী তীরের ভেজা বাতাসের কথা বলেছেন এবং চাষের জমিতে ঘাসের গন্ধের কথা বলেছেন, তিনি বলতে চেয়েছেন যে শীতল বাতাস অনুভব করবার যে মানসচৈতন্য তা একজন দাসের কখনো থাকে না, সে চৈতন্য থাকে একজন মুক্ত মানুষের। কবি ঘাসের যে গন্ধের কথা বলেছেন সে গন্ধ অনুভব করতে পারে একমাত্র সেই যে নিজের ক্ষেতের ঘাস উৎপাদন করে শস্যবীজ বপন করতে পারে। আফ্রিকার মানুষের কাছে একটি ভূখণ্ডে নিজের স্থিতি অর্জন করাটাই হচ্ছে স্বাধীনতা।
স্বাধীনতা এক ধরনের সম্পন্নতা। জীবনকে গ্রহণ করবার এবং স্পর্শ করবার এক ধরনের অধিকার। মানুষ জন্মসূত্রেই অসহায় এবং অসম্পূর্ণ। সে শৈশব থেকে ক্রমশ বড় হয় সম্পন্নতার অধিকার পাবার জন্য। সে তার চতুর্দিকে যে পৃথিবী দেখে তাকে অনুকরণ করবার চেষ্টা করে। শব্দকে অনুকরণ করে সে সাড়া দিতে শেখে, শ্রতিকে অনুকরণ করে সে অর্থ নির্ণয় করতে শেখে এবং চলমান মানুষকে দেখে দণ্ডায়মান হতে ও চলতে। শেখে। অনুকরণের ভিত্তি থেকেই এভাবে ক্রমশ সে বিভিন্ন ক্ষেত্রে সম্পূর্ণতা অর্জন করে, কিন্তু দৈনন্দিন জীবনে আত্মনির্ভরশীল হয়েও মানুষ পুরোপুরি সম্পন্ন হয় না যে পর্যন্ত না সে একটি স্বাধীনতার লীলাভূমি আবিষ্কার করতে শেখে। এক সময় পৃথিবীতে প্রতিটি জীবের একটি আত্মকেন্দ্রিক জীবন ছিল, মৃত্যুতেই যার ছিল পরিণতি। অর্থাৎ জীবন একটি অর্থহীনতায় পর্যবসিত ছিল। ডারউইনের তত্ত্বকে। বিশ্বাস করে বলতে হয় প্রতিটি জীবন ছিল মৃত্যুতে পরিণত হওয়ার অর্থহীন জীবন। ডারউইন বলেছিলেন যে, জীবনের উৎস হচ্ছে পানি। প্রথমে পানিতে বিচরণশীল এক প্রকার কীটের আবির্ভাব ঘটলো! সেই কীট মাছের জন্য জায়গা ছেড়ে দিল। আবার মাছ জায়গা ছেড়ে দিল তার চেয়েও বৃহত্তর প্রাণীর জন্য। কিছু মাছ পাখি হয়ে আকাশে উভুলো, আবার বোধহীন কিছু বিশাল আকৃতির প্রাণী ভূ-পৃষ্ঠে পদচারণ করতে লাগল। কিন্তু তারাও ক্রমশঃ হারিয়ে গেল ডারউইন এভাবে একটি থিওরি দাঁড় করালেন যে, যে শক্তিমান, সে-ই বাঁচবার অধিকার পায়। ডারউইনের তত্ত্বকে মেনে নিলে বলতে হয়, সৃষ্টির উষালগ্ন থেকে কোনো জীবনেরই স্বাধীনতা ছিল না। তাদের প্রত্যেকেরই ছিল মৃত্যুতে নিঃশেষিত হওয়ার অধিকার। পৃথিবী কি এভাবে মৃত্যুর জন্য তৈরি হয়েছিল? আমরা কিন্তু এটা স্বীকার করি না।
আমরা বিশ্বাস করি, বিধাতা প্রথম মানুষকে বাঁচবার অধিকার এবং স্বাধীনতার অধিকার দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। হযরত আদম (আ.) এবং বিবি হাওয়া স্বর্গে ছিলেন পরাধীন এবং বন্ধনদশায় আবদ্ধ। তাঁদের উপর নিশ্চিন্তে বিচরণ করার অধিকার ছিল না। কিন্তু তারা যখন নির্দেশ অমান্য করলেন তখন তাঁরা স্বর্গচ্যুত হলেন। বিধাতা তাঁদের পৃথিবীতে পাঠালেন। পৃথিবীতে হলকর্ষণ করে তারা শস্য উৎপাদন করলেন, পৃথিবীকে বাসোপযোগী করলেন এবং পৃথিবীর বক্ষে মানুষের ধারাক্রমকে অব্যাহত রাখার জন্য সন্তান উৎপাদন করলেন। এভাবে তারা প্রমাণ করলেন যে, জন্মের অধিকার হচ্ছে মৃত্যুর অধিকারের চেয়েও বড় এবং জন্মের অধিকার হচ্ছে জন্ম থেকে জন্মান্তরে জীবনকে প্রবহমান রাখা। স্বাধীনতা’র একটি অর্থ আমরা তখন আবিষ্কার করলাম। হযরত আদম (আ:) প্রমাণ করলেন যে, মানুষ তার পরিণত বুদ্ধির দ্বারা জীবনকে অধিকার করতে চায় এবং উৎপাদনের সাহায্যে জীবনকে সম্পন্ন করতে চায়-এটাই হচ্ছে স্বাধীনতা। ডারউইনের অর্থহীন জীবন পরিবর্তন স্বাধীনতা নয়। ডারউইন একটি মৃত্যুময় কাহিনী রচনা করেছিলেন যেখানে নিঃশেষ হওয়াই ছিল জীবনের একমাত্র পরিণতি। ডারউইনের বিচারে কোনো একটি অবস্থারই ইতিহাস ছিল না। অনবরত পরিবর্তনের মধ্য দিয়ে জীবের যে যাত্রা, সে যাত্রা হচ্ছে মৃত্যুর জয়যাত্রা। কিন্তু আদমের ইতিহাসে মানুষের জয়যাত্রা হচ্ছে মানুষ হিসেবে বেঁচে থাকবার জয়যাত্রা।
মানুষ আজন্ম বিভিন্ন সময়ে পৃথিবীতে নিজেকে সুচিহ্নিত রাখবার চেষ্টা করছে। বাইরের পৃথিবীর সঙ্গে আপনাকে সম্পর্কিত করা, যে ব্যবধান রয়েছে মানুষের সঙ্গে পার্থিব উপকরণ ও বস্তুপুঞ্জের, সে ব্যবধানকে সংকীর্ণ করে আনা, যে শংকায় মানুষ অভিভূত প্রাকৃতিক ও দুর্ঘটনার সম্মুখীন হতে, সে শংকাকে নিঃশেষ করবার ক্ষমতা অর্জন করা সকল শিল্পকর্মের অপরোক্ষ দায়িত্ব। প্রাথমিক পর্যায়ে শিল্প হচ্ছে অধিকার প্রতিষ্ঠার একটি সহজাত কর্মকাণ্ড। পৃথিবীতে শিল্পকর্মের যে সমস্ত আদিম নিদর্শন আমাদের কাছে এসে পৌছেছে তাতে লক্ষ্য করি, মানুষ নিজেকে অভিব্যক্ত করতে চাচ্ছে। ব্রহ্মাণ্ডের কাছে আপনার অবস্থানের চিহ্ন রাখতে চাচ্ছে, অথবা পৃথিবীর সম্পদ এবং বস্তুপুঞ্জের সঙ্গে আপনাকে সংযুক্ত রাখতে চাচ্ছে! অথবা যে সব সম্পদ ও বস্তুপুঞ্জকে অধিকারে আনতে চাচ্ছে। উভয় ক্ষেত্রেই অধিকার প্রতিষ্ঠার জন্য কৌশল, অনুশীলন ও সংগ্রাম হচ্ছে সম্ভাব্য প্রতিক্রিয়া। মানুষ পৃথিবী থেকে হারিয়ে যেতে চায় না, সে তার স্বাক্ষর রেখে যেতে চায়। সে বস্তু ও উপকরণের, প্রাণীর ও সম্পদের এবং দৃশ্যলোকের সাদৃশ্য নির্মাণ করতে চায়, যে সাদৃশ্য সর্বাংশে তার নিয়ন্ত্রণে থাকবে।
প্রাচীন গুহাগাত্রে টানা টানা রেখাঙ্কন আছে। আবার মানুষের হাতের সুস্পষ্ট ছাপও আছে। আমরা জানি, ভালুক তার নখকে ধারালো করবার জন্য গাছের গায়ে অথবা দেওয়ালে আঁচড় কাটে। অতীতের মানুষ তাদের শিল্পকর্মের সূত্রপাতে প্রাণীর আঁচড়ের অনুকরণ করেছে অথবা নিজেদের হাতের রেখার প্রতিলিপি এঁকেছে গুহার দেওয়ালে। উদ্দেশ্য ছিল নিজের ক্ষমতাকে আবিষ্কার করা অথবা বলা যায় আপন শ্রেষ্ঠত্ব সম্পর্কে সচেতন হওয়া। শিল্পকর্মে তাদের হাতই শুধু সক্রিয় ছিল না, হাতের প্রক্রিয়ায় মনোনিবেশও এসেছিল।
এভাবে মানুষ পৃথিবীতে বেঁচে থাকার সাধনা করেছে। এই বেঁচে থাকবার সাধনাই স্বাধীনতার প্রধান কামনা। মাইকেল পোলোনি বলেছেন, “অ ংবষভ-পবহঃৎব ষরভব বহফরহম রহ ফবধঃয যধং ষরঃঃষব সবধহরহম” অর্থাৎ মৃত্যুতে অধিগত একটি আত্মকেন্দ্রিক জীবনের কোনোই অর্থ নেই। মানুষের চিরকালের ইচ্ছা হচ্ছে অনন্ত জীবনের কামনা করা। স্বাধীনতার ইচ্ছার মধ্য দিয়ে মানুষ অনন্ত জীবনের সূত্রপাত করে। কেননা স্বাধীনতার অর্থ এককভা স্বাধীনতাকামী কোনো ব্যক্তির উন্নতি নয়। স্বাধীনতার অর্থ হচ্ছে ভবিষ্যতের মানুষের জন্য আনন্দের উপঢৌকন নির্মান। প্রাচীন গুহাগাত্রে আদিম মানুষ যখন তার চিহ্ন এঁকেছিল। তখন তারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে বেঁচে থাকতে চেয়েছিল। ভবিষ্যতের মানুষ যেনো জানে তাদের পূর্বপুরুষরা এক সময় পৃথিবীবক্ষে আনন্দিত জীবন নির্মাণ করতে চেয়েছিল।
দুঃখ এই, বর্তমানে আমরা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করি না। আমরা অত্যন্ত বেশি আত্মকেন্দ্রিক হয়ে আত্মসর্বস্বতায় নিজেকে নিঃশেষ করে দেই। তাই আদর্শহীন বিচ্যুতি সাহায্যে সময়কে অবসন্ন করি এবং জীবনকে নিঃশেষ করি। এক সময় নব্য প্রস্তযুগে মানুষরা সূর্যের গতিধারা নির্ধারণ করে জীবনকে সর্বকালের জন্য একটি গ্রহণযোগ পটভূমিতে স্থাপন করতে চেয়েছিল। স্টোন হেনজ নামক সূর্য মন্দির নির্মাণ করে তার সময়ের স্বাক্ষর নির্ধারণ করতে চেয়েছিল এবং জীবনে মানুষের কালাতিপাতের ধর আবিষ্কার করতে চেয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল অনন্ত সময়ের ধারাক্রমের মধ্যে মানুষের স্থাপণ করা। এটি সত্য যে প্রতিটি মানুষ একটি জন্মের মধ্যদিয়ে যায় কিন্তু অনন্তের পরিপ্রেক্ষিতে মানুষের একটি সর্বকালীন জন্ম আছে, যার বিলয় নেই। ডারউইনের মতবাদে মৃত্যুই একমাত্র সত্য, কিন্তু আদমের বিশ্বাসের জীবনই প্রবল। 
এটা অনস্বীকার্য যে স্বাধীনতার পর গত পাঁচ দশকে বাংলাদেশে অভুতপূর্ব পরিবর্তন ও উন্নতি সাধিত হয়েছে। অর্থনৈতিক ও উৎপাদন ক্ষেত্রে বিরাট পরিবর্তন সাধিত হয়েছে। দেশের মানুষের মাথাপিছুআয় আশাতীতভাবে বেড়েছে। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়েছি। শিক্ষা ক্ষেত্রে অভুতপূর্ব উন্নতি অর্জন করেছি। কিন্তু এসব অর্জন, এসব সাফল্য নস্যাৎ হওয়ার উপক্রম হয়েছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য। এ অবস্থা বেশি দিন চলতে থাকলে ভবিষ্যতে গোটা দেশ চরম বিশৃঙ্খলা ও হিংসাত্মক অরাজকতার কবলে পতিত হবে এবং আমাদের গোটা সমাজ ও সভ্যতা ধ্বংস করে দেবে এবং আমরা মধ্যযুগীয় বর্বরতার অন্ধকার নিমজ্জিত হব।
এবার বিজয় দিবস উদযাপন করতে গিয়ে আমাদের এই অঙ্গীকার ও শপথ নিতে হবে, যে আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সমগ্র বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ত্রিশ লক্ষ বাঙালি শহিদ হয়েছিল, অসংখ্য মা বোন পাকিস্তানি হানাদার ও তার দোসরদের হাতে নিপীড়িত হয়েছিল , ইজ্জত হারিয়েছিল, সেসব মূল্যবোধ এই বাংলার মাটিতে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করবই। 
স্বাধীনতা হচ্ছে জীবনের অঙ্গীকার, মৃত্যুর নয়। তাই আমাদের বিজয় দিবসে আমরা জীবনের কথা বলব, জীবনের মূল্য দেব এবং মানুষের জন্য বাঁচবার অধিকারকে প্রতিষ্ঠিত করব।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় অটোচালকের মৃত্যুর ঘটনা ভাইরাল;
কুমিল্লায় রোপা আমন ধান কাটার উৎসব
কুবি শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে উদ্যোগ নেই
নগরীর চাঙ্গিনীতে দখলকৃত সরকারি রাস্তাটি আজও দখলমুক্ত হয়নি
যাত্রীদের চরম দুর্ভোগ লাকসামে ইঞ্জিন লাইনচ্যুত, আড়াই ঘন্টা পর ছেড়ে গেলো ট্রেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লটারীতে যাদের নাম আসেনি, তারা যাবেন কোথায় ?
কুমিল্লায় অটোচালকের মৃত্যুর ঘটনা ভাইরাল;
কুমিল্লায় ঝগড়া থামাতেগিয়ে বৃদ্ধের মৃত্যু
কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
লাকসামে মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন উদ্বোধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২