আজ
শনিবার এসএসসি ’৮৫ কুমিল্লার বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত হবে। ‘বন্ধুত্বের
বন্ধন থাকবে অটুট’ এ প্রতিপাদ্যকে ধারন করে কুমিল্লা কোটবাড়ি ব্লু ওয়াটার
পার্কে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে
সকাল ৯টায় রেজিষ্ট্রেশন কার্যক্রম, সাড়ে ৯টায় সকালের টিফিন সরবরাহ, ১০টায়
জাতীয় সংগীত ও উদ্বোধন অনুষ্ঠান। এছাড়াও পর্যায়ক্রমে ১০টা ১০ মিনিটে পবিত্র
কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, শোকপ্রস্তাব, থিম সং, স্বাগত ভাষণ, আয়োজক
বন্ধুদের পরিচিতি, রেজিষ্ট্রেশনে দায়িত্বপ্রাপ্ত বন্ধুদের একসাথে মঞ্চে
আগমন ও ক্রেস্ট প্রদান, মিডিয়া সেল ও সমন্বয়কারী বন্ধুদ্বয়কে উপদার প্রদান,
মিডিয়া পার্টনারদের একসাথে মঞ্চে আনায়ন ও সম্মাননা প্রদান, খেলাধুলা (ক.
যেমন খুশি তেমন সাজো, খ. নির্ধারিত লোগো সংগ্রহ খেলা), গ্রুপ ছবি উত্তোলন,
সাংস্কৃতিক অনুষ্ঠান, যোহর নামাজ ও দুপুরের খাবারের বিরতি, সাংস্কৃতিক
অনুষ্ঠান, শিল্পীদের ক্রেস্ট প্রদান, উপহার সামগ্রী বিতরণ, র্যাফেল ড্র ও
খেলাধুলার পুরস্কার বিতরণ। সন্ধ্যা ৭টায় সমাপনী বক্তব্যের মধ্যে অনুষ্ঠানের
সমাপ্তি ঘোষণা করা হবে।