প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১:০৭ এএম |
কুমিল্লা
মহানগরীর ২৩ নং ওয়ার্ডের আওতাধীন কুমিল্লা-কোটবাড়ি রোড হইতে চাঙ্গিনী
বাজার জামে মসজিদের উত্তর পার্শ্ব ঘেঁষে পশ্চিমমুখী সরকারি রাস্তাটি আজও
অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা যায়নি।
বিগত ২০১৮ সালে এলাকাবাসীর
পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন মেয়র, ডিসি অফিস ও
স্থানীয় কাউন্সেলর অফিসে অভিযোগ দায়েরের ভিত্তিতে জানা যায় যে সিএস এবং
বিএস নকশা অনুযায়ী সাবেক দাগ ৯৪ ও হাল দাগ ২১৫ তে বিদ্যমান সরকারি এই
রাস্তাটি চাঙ্গিনী খন্দকার বাড়ির অবৈধ দুই দখলদার ফারুক খন্দকার ও সরোয়ার
জাহান বাদল রাস্তার একপাশ ধরে শুরু থেকে শেষ অবধি কিছু জায়গায় আংশিক, কিছু
জায়গায় প্রায় পুরোটা এবং কিছু জায়গায় সোজা রাস্তাটির বাঁক পরিবর্তন করেছে।
স্থানীয়ভাবে প্রবল বিরোধ ও আপত্তি করা সত্ত্বেও এইসবের কোনই তোয়াক্কা না
করে, এই দখলের জন্য তারা কিছু অংশে সীমানা প্রাচীর, কিছু অংশে টিন ও বাঁশের
বেড়া এবং কিছু অংশে গাছপালা লাগিয়ে রাস্তাটি বেদখল করে রখেছে।
উল্লেখ্য
যে উক্ত দুই অবৈধ দখলদার এলাকায় সরকারি খাস জমি দখল সিন্ডিকেটেরও মূল
হোতা। উক্ত সরকারী রাস্তা ছাড়াও আরও বেশ কিছু সরকারি খাস ভূমির অবৈধ দখল
অপকর্মের সাথে তারা জড়িত যার সত্যতা এলাকবাসীর সাথে আলাপচারিতায় পাওয়া যায়।
যদিও উক্ত সিন্ডিকেটের হুমকী-ধামকি ও পেশী শক্তির ভয়ে এলাকাবাসী প্রকাশ্যে
মুখ খুলতে সাহস করে না। ইতিমধ্যে বেশ কিছু ব্যাক্তি এই ব্যাপারে প্রতিবাদ
করার কারণে মারধর, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি পেয়ে এলাকা ছাড়া হয়েছে।
এলাকাবাসীর
বরাতে জানা যায় যে অভিযোগের ভিত্তিতে তৎকালীন মেয়র মনিরুল হক সাক্কু
ঘটনাস্থল পরিদর্শন করে সার্ভেয়ার দিয়ে মাপজোখ করে অভিযোগের সত্যতা পেয়ে
উক্ত সরকারি রাস্তাটি দখল্মুক্ত করার আশ্বাস দেন। যা তখনকার স্থানীয়
পত্রপত্রিকাতে প্রকাশিত হয়। যদিও পররবর্তীতে এলাকাবাসীর আকাঙ্ক্ষাকে
উপেক্ষা করে উক্ত ব্যাক্তিদ্বয় ঠিকাদারদের উপর চাপ ও প্রভাব খাটিয়ে সরকারি
রাস্তাটির আংশিক মুক্ত অংশ ও অপরাপর অনুপস্থিত ব্যাক্তি মালিকানাধীন হাল
১১১ দাগের ভুমিতে রাতের আঁধারে স্থায়ীভাবে রাস্তা পাকাকরণ করে নিজেদের
অংশের অবৈধ দখলকে গ্রহণযোগ্য করার অপচেষ্টা করেছে।
এলাকায় একটি দাতব্য
হাসপাতাল ও পার্ক নির্মাণের লক্ষ্যে এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম। তাই
সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপে উক্ত সরকারী রাস্তাটি অবৈধ দখলদারদের
হাত থেকে দখল্মুক্ত করা এখন এলাকাবাসীর প্রাণের দাবী।