কুমিল্লায়
শুরু হয়েছে রোপা আমন ধান কাটার উৎসব। আমন ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার
করছেন উপজেলার কৃষকরা। সোনালি ধান হাসি ফুটিয়েছে তাদের মুখে। তবে এ বছর
গোমতী ও সালদানদী ভাঙা পড়ে ব্রাহ্মণপাড়া,বুড়িচং, চৌদ্দগ্রাম, দেবিদ্বার
উপজেলার আউশধান ঘরে তুলার সময় বন্যার পানিতে তলিয়ে যায়। ফলে কৃষক
সর্বস্বান্ত হয়ে পড়ে। পরবর্তীতে বন্যার পানি কমলে চড়া দামে আমন ধানের চারা
বিভিন্ন এলাকা থেকে ক্রয় করতে হয়েছে আমন চাষীদের। এ পর ও প্রতিকূলতার মাঝে
গুরে দাড়িয়েছে কুমিল্লার কৃষকরা।
কৃষিসংশ্লিষ্টরা বলছেন, উচ্চ ফলনশীল
জাতের ধান চাষে কৃষকরা আগ্রহী হচ্ছে। এর ফলে একই জমিতে তিনটি ফসল আবাদ করা
সম্ভব হচ্ছে। এতে আর্থিকভাবে লাভবান হবে কৃষকরা।
এর মধ্যেও কুমিল্লার
উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় জমিতে এখন শোভা পাচ্ছে আগাম জাতের রোপা আমন
ধান। সোনালি ধানের ঘ্রাণে ভরে আছে মাঠ।
কুমিল্লায় আবহাওয়া অনুকূলে
থাকায় সেসব জমিতে এখন রোপা আমন ফলন বেশ ভালো হয়েছে। তবে বন্যা কবলিত কয়েকটি
উপজেলা ছাড়া সব গুলি এ বছর রোপা আমন ধানের ভাল ফলন হয়েছে। কুমিল্লার
বাজারে ধানের ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষকরা।
কুমিল্লায় চলতি আমন
মৌসুমে ১ লক্ষ ১৫ হাজার ৯৩ হেক্টর জমিতে রোপা আমন চাষ করার নির্ধারন হয়েছে।
এবং অর্জিত হয়েছে ৬৮ হাজার ২ শত ৬০ হেক্টর। তবে বন্যার কারনে ২২ হাজার ৯৩
হেক্টর রোপিত আমন ধান নষ্ট হয়ে যায়।
দেবিদ্বার উপজেলার ইউসুফ ইউনিয়নের
এগারগ্রাম এলকার কৃষক আবদুল মান্নান জানান, আমন ধান চাষে সময় কম লাগে।
পোকা-মাকড়ের আক্রমণ কম হওয়ায় বালাইনাশক স্প্রে করতে হয় না। ফলে ফলন ভালো
হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আমরা ধান ঠিকঠাক মত ঘরে তুলতে পারবো।
ব্রাহ্মণপাড়া
উপজেলার চান্দলা গ্রামের আরেক কৃষক আজাদ মিয়া জানান, এ বছর বন্যার কারনে
রোপা আমন ধান লাগাতে সেচের কোন অসুবিধা হয়নি, আমন রোপনের সময় বন্যা ও
বৃষ্টি হওয়ায় ধান রোপন করতে সুবিধা হয়েছে, এবং অন্যান বছর থেকে আবহাওয়া
অনুকূলে থাকায় আমন চাষে আমাদের লাভ হবে।
এ বিষয়ে কুমিল্লা কৃষি
সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক( ডিডি) আইয়ুব মাহমুদ বলেন, এ বছর গোমতী ও
সালদানদী ভাঙা পড়ে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, নাঙল কোট ও আর্দশ
সদরসহ কয়েকটি উপজেলায় রোপা আমন ধান লক্ষ মাত্র কিছুটা ব্যহত হয়েছে। তবে যে
পরিমান ক্ষতি হয়েছে কৃষক তা পুষিয়ে নিতে পারবে। কুমিল্লা বিভিন্ন উপজেলায়
এখন পর্যন্ত ৩০ পারসেন্ট রোপা আমন ধান কাটা হয়েছে। আশা করি অল্প কিছু দিনের
মধ্যে তা সম্পুর্ন হবে।