রোববার ২২ ডিসেম্বর ২০২৪
৮ পৌষ ১৪৩১
ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের গৌরবের ৫০ বছর উদযাপন
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১:৩৭ এএম |


 ভিক্টোরিয়া কলেজ  রোভার স্কাউটের  গৌরবের ৫০  বছর উদযাপন



নিজস্ব প্রতিবেদক: দিনব্যাপী জমকালো আয়োজন ক্রুমিটিং, পদযাত্রা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা ও রাতে ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে গত শুক্রবার উচ্চমাধ্যমিক ক্যাম্পাসে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। 
সকালে পতাকা উত্তোলন ও প্রার্থনা সঙ্গীতের মধ্যদিয়ে দিবসের আনুষ্ঠানিক শুরু হয়। এরপর পদযাত্রা কান্দিরপাড় প্রদক্ষিণ করে। স্মৃতিচারণ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.নিজামুল করিম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার ভূইয়া। প্রধান স্কাউট ব্যক্তি ছিলেন কলেজের তৃতীয় রোভার স্কাউট লিডার ও বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় কমিশনার অধ্যাপক আব্দুস সামাদ। অতিথি ছিলেন রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ অধ্যক্ষ প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী। কলেজের দ্বিতীয় রোভার স্কাউট লিডার কাজী মো.আব্দুল কাদির।
অনুষ্ঠানের যুগ্ম- আহ্বায়ক ও কলেজের ১০ম সিনিয়র রোভার মেট মাসুক আলতাফ চৌধুরীর সঞ্চালনায় স্মৃতিচারণ করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মাজিদ, সাবেক রোভার স্কাউট লিডার প্রফেসর কাজী মো. মুজিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মোঃ গোলাম সোহরাব হাসান, সহকারী রোভার স্কাউট লিডার খালেদ সাইফুল্লাহ ও কুমিল্লার আঞ্চলিক পরিচালক আবুল হাসনাত মোঃ মুহসিনুল ইসলাম। 
সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহ্বায়ক কলেজের ৮ ম সিনিয়র রোভার মেট গালিব আলম ফিরোজী। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের যুগ্ম- আহ্বায়ক ও কলেজের ৯ ম সিনিয়র রোভার মেট মোহাম্মদ আবুল খায়ের। 
অনুষ্ঠানে আরও অংশ নেন অধ্যাপক আবু তাহেরএলটি, সাবেক সিনিয়র রোভার মেট মোস্তাফিজুল কাদের, মোঃ আব্দুল কুদ্দুস, এমকে আনোয়ার,শরীফুল ইসলাম চৌধুরী দিদার, পরিচালক রুহুল আমীন আজাদ, ডিডি এ এইচ এম মহসিন, মোঃ ইফতেখারুল আলম ভূইয়া, সাবেক সিনিয়র রোভার মেট মো. শাহাদাৎ হোসেন সরকার, মোহাম্মদ জিয়াউল করিম, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ আতাউর রহমান, জুনায়েদ আহমেদ কায়ছার, মো. খালেকুজ্জামান, অনুষ্ঠানের সদস্য সচিব ও সাবেক সিনিয়র রোভার মেট অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, সাবেক জেলা সম্পাদক ও সিনিয়র রোভার মেট মাইনুদ্দীন খন্দকার , সাবেক সিনিয়র রোভার মেট দিদারুল হক রিমন, মো. আলাউদ্দিন সরকার, ওমর ফারুক, মো. আব্দুল হালিম, এমদাদুল হক, মো. জিয়াউল হক মোহন, মো. মাহবুবুল আলম, আ ছ ম শামচুছ ছালেকীন, কায়েদ আহমেদ চৌধুরী, গোলাম ছারওয়ার, মো. ফখরুল ইসলাম, মো. জাবেদ হোসাইন, রাসেল সরকার, সৈকত চন্দ্র ভৌমিক, তুহিন মিয়া ও বর্তমান সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, গালর্স ইন সিনিয়র রোভার মেট জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে ভিক্টোরিয়া কলেজের ১৯৭২ সাল থেকে দায়িত্বে থাকা রোভার স্কাউট নেতা, সিনিয়র রোভার মেট, রোভার ও বর্তমান রোভার এবং প্রাক্তন ও বর্তমান গার্লস ইন রোভাররা অংশ নেন। এ উপলক্ষ্যে একটি স্মারক স্যুভেনীরও প্রকাশিত হবে।















সর্বশেষ সংবাদ
মাতৃভান্ডারের রসমালাইয়ে মাছি-তেলাপোকা!
ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসেনা
বাইক চালকের ‘কিল-ঘুষিতে’ অটোচালকের মৃত্যু:
‘দখলদারিত্ব বন্ধ হয়নি, শুধু দখলবাজ পরিবর্তন হয়েছে’
লালমাইয়েবাসের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অটোচালকের মৃত্যুর ঘটনা ভাইরাল;
মাতৃভান্ডারের রসমালাইয়ে মাছি-তেলাপোকা!
কুমিল্লায় ঝগড়া থামাতেগিয়ে বৃদ্ধের মৃত্যু
বিচার বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের সুযোগ এসেছে ... হাবিব উন নবী সোহেল
বাইক চালকের ‘কিল-ঘুষিতে’ অটোচালকের মৃত্যু:
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২